টলিউডের সঙ্গে বলিউড কিংবা হলিউডের ছবি মুক্তি পেলে বক্স অফিসে সাফল্যের উপর প্রভাব পড়েই। এমনকী একই সঙ্গে বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পেলেও একই সমস্যা দেখা যায়। তাই বাংলা ছবির ফিল্ম স্ক্রিনিং কমিটি এবার বড় সিদ্ধান্ত নিল।
রবিবার ইমপা-তে হল মিটিং। কী সিদ্ধান্ত নেওয়া হল এদিন? ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত আজকাল ডট ইন-কে বলেন, "একসঙ্গে বেশি ছবি এলে তা যেমন মার্কেটিং-এর ক্ষেত্রে অসুবিধাজনক। ঠিক তেমনই সিঙ্গেল স্ক্রিনের মালিকদের জন্যও তা ক্ষতিকর। আমরা সব সময় চেয়েছি, মিলেমিশে কাজ করতে। তাই সকলের সম্মিলিত সিদ্ধান্তে বড়দিনে তিনটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে।"
পিয়া সেনগুপ্ত জানান মিটিংয়ে ঠিক হয়েছে, অতনু রায়চৌধুরী ও দেবের প্রযোজনায় ‘প্রজাপতি টু’ আসছে বড়দিনে। তার সঙ্গে মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত 'মিতিন মাসি' সিরিজের নতুন ছবি। নিসপাল সিং-এর প্রযোজনায় অরিন্দম শীলের পরিচালনায় ছবিটি আসছে। কিন্তু তৃতীয় ছবি কোনটি? এ নিয়ে একটু দ্বন্দ্ব চলছে। এসভিএফ যে দু’টি ছবির প্রযোজনার সঙ্গে জড়িয়ে আছে, তার মধ্যে একটা ছবি মুক্তি পাবে। প্রসেনজিত্ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের নতুন ছবি মুক্তি পাবে। বা এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাবে। আগামী দু'দিনের মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পিয়া। আগামী বছরের ছবিমুক্তি নিয়ে পিয়া আরও জানিয়েছেন, নভেম্বরে ফের কমিটির বৈঠক বসবে। সেখানে আগামী বছর কোন সময়ে কী কী ছবি মুক্তি পাবে তার একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকা প্রকাশ্যে আসবে ২০২৬-এর শুরুতে।
সূত্রের খবর, উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। বড়দিনে নয়, ২০২৬-এর ২৩ জানুয়ারি বড়পর্দায় আসছে এই ছবি। সেই সঙ্গে এসভিএফ-এর প্রযোজনায় একটা ছবি আসবে। এর সঙ্গে ২৩ জানুয়ারি যে তিনটে বাংলা ছবি মুক্তির কথা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটাই ছবি আসতে পারবে ওই তারিখে। অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির 'নারী চরিত্র বেজায় জটিল'ও আসার কথা। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘হোক কলরব’ ছবিটাও আসার কথা। সঙ্গে রয়েছে অরিন্দম শীলের পরিচালনায় ‘কর্পূর’। এখন ইমপার মিটিং-এর পর ২৩ জানুয়ারি এর মধ্যে কোন ছবিগুলো আসে, সেদিকেও নজর থাকবে।
প্রসঙ্গত, জানা যাচ্ছে এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচটি ছবির প্রযোজক ছাড়াও বিনোদিনী প্রেক্ষাগৃহের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায়, মাল্টিপ্লেক্সের কর্ণধার পঙ্কজ লাডিয়া, পরিবেশক এবং একাধিক প্রেক্ষাগৃহের মালিক শতদীপ সাহা, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
