সংবাদসংস্থা মুম্বই: প্রাক্তনকে ভুলে, জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন নাগার্জুন পুত্র নাগা চৈতন্য। সামান্তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। গত বছর বিয়ের পিঁড়িতে বসেছিলেন নাগা-শোভিতা।

 

 

 

 

দক্ষিণী নায়িকা সামান্থার সঙ্গে সংসার করার সময়ই শোভিতার প্রেমে পড়েন নাগা। আর সেই প্রেমের খবর জানাজানি হতেই সামান্থা ও নাগার বিবাহবিচ্ছেদ হয়। শোভিতা ও নাগার বিয়ের সময় সামান্থার প্রসঙ্গ টেনে নানা বিতর্কও তৈরি হয়েছিল। 

 

 

 

অন্যদিকে, বিনোদন জগতের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে নাগাকে ভুলে ফের প্রেমে পড়েছেন। আর সামান্থার নতুন প্রেমিক হলেন, 'দ্য ফ্যামিলি ম্যান' এবং 'সিটাডেল: হানি-বানি'র পরিচালক রাজ নিদিমোরু! বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে চর্চিত প্রেমিকের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ভাগ করছেন সামান্থা। যা নজর কেড়েছে নেটিজেনদেরও। 

 

 

 

 

 

এবার ইঙ্গিতবাহী পোস্ট এল রাজ নিদিমোরুর প্রাক্তন স্ত্রী শ্যামলী দের প্রোফাইল থেকে। স্বামীর সঙ্গে সামান্থার ঘনিষ্ঠতা দেখে তিনি লেখেন, ‘আমি তাঁদের আশীর্বাদ এবং ভালবাসা পাঠাচ্ছি, যাঁরা আমার কথা ভাবেন, আমাকে দেখেন, আমার কথা শোনেন, আমার সঙ্গে কথা বলেন, আমার সম্পর্কে পড়েন, আমার সম্পর্কে লেখেন এবং আজ আমার সঙ্গে দেখা করেন।’

 

 

 

যদিও তিনি পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবে নোটটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এই পোস্টটি সেইদিনই শেয়ার করা হয়, যখন সামান্থা রাজ নিদিমোরুর সঙ্গে এয়ারপোর্টে তোলা নিজস্বীটি সমাজমাধ্যমে করেছিলেন।