সংবাদ সংস্থা মুম্বই: চলতি বছরের শুরুতেই একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেতা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। পোস্টে তাঁরা লিখেছিলেন, “বিশেষ কিছু হতে চলেছে. সেই বিশেষ সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি। শুধু একটু অপেক্ষা করুন আপনারা” ব্যস, মুহূর্তে ছড়িয়ে পড়ে গুজব—তাঁরা কি তবে প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন?
 
তবে সেই জল্পনায় নিজেই জল ঢেলে দিয়েছিলেন খোদ রাজকুমার। সমাজমাধ্যমেই  স্পষ্ট লিখে দিয়েছিলেন, “আমরা কিন্তু এখনই বাবা-মা হচ্ছি না।” অর্থাৎ, তখনই গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন 'মালিক'। কিন্তু জুলাই মাসে এসে, এদিন বুধবার একদম আনুষ্ঠানিকভাবে রাজকুমার ও পত্রলেখা ঘোষনা করলেন—তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি!
 
সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেন একটি সুন্দর দোলনার ছবি, যেখানে লেখা ছিল—“সন্তান আসছে”। সঙ্গে রাজকুমারের ক্যাপশন—“উচ্ছ্বসিত”—অত্যন্ত সংক্ষিপ্ত অথচ আবেগে ভরপুর।
 
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by RajKummar Rao (@rajkummar_rao)
 
 
এই পোস্ট সামনে আসতেই শুভেচ্ছাবার্তার বন্যা বইতে শুরু করে বলিউডে।   বরুণ ধাওয়ান লেখেন, “শুভেচ্ছা”,  সোনম কাপুর আহুজা মন্তব্য করেন, “তোমাদের দু'জনের জন্যেই দারুণ খুশি আমি...”, পুলকিত সম্রাট লেখেন, “উফফ!! তোমাদের দু'জনকেই শুভেচ্ছা বন্ধু!! ”, নেহা ধুপিয়া লেখেন, “অনেক শুভেচ্ছা দু'জনকেই ”, আর সবচেয়ে মজার মন্তব্যটি করেন পরিচালক-নৃত্যশিল্পী ফারাহ খান—“যাক শেষমেশ খবরটা প্রকাশ্যে এল!! এতদিন এরকম খবর চেপে রাখতে নিজেরই চাপ লাগছিল... শুভেচ্ছা”
প্রসঙ্গত, রাজকুমার রাও ও পত্রলেখার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বন্ধুত্ব, প্রেম ও আস্থার দীর্ঘ সফরের পর এবার তাঁরা পা রাখছেন নতুন এক পর্বে—পিতৃত্ব ও মাতৃত্বের জগতে।
এই খুশির খবরে যেমন উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা, তেমনই বলিউড ইন্ডাস্ট্রিও অপেক্ষা করছে এই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য।