নিজস্ব সংবাদদাতা: নটী বিনোদিনীর পর ফের বাংলায় সিনেমার পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়। আগেই খবর এসেছিল, একটা শহরের বিভিন্ন দিকের, বিভিন্ন পেশার মানুষের জীবন নিয়ে তৈরি হতে চলেছে তাঁর আগামী ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। ইতিমধ্যেই চিত্রনাট্য প্রস্তুত। স্ক্রিপ্ট লেখার দায়িত্ব ছিল শুভ্র চক্রবর্তীর উপর।
এই ছবির প্রযোজনায় রামকমলের ‘রিকশাওয়ালা’ সিনেমার অভিনেত্রী সঙ্গীতা সিংহ। জানা গিয়েছে, এই দায়ভার সৌরেন্দ্র-সৌম্যজিতের উপরই সঁপেছেন পরিচালক। ছবির নাম 'লক্ষ্মীকান্তপুর লোকাল' মানেই নারী-কাহিনি। যেখানে নির্দিষ্ট সময়ে এক দল নানা বয়সের নারী শহর কলকাতায় পা রাখেন। ছড়িয়ে পড়েন এখানকার মধ্য-উচ্চবিত্ত পরিবারগুলোতে। সারা দিন কাজের পর ফেরেন তাঁরা। তেমনই জীবনে বিপদও ডেকে আনে।
ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায়কে। এবার এল নতুন খবর। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে রাজনন্দিনী পাল ও জন ভট্টাচার্যকে। গল্পে কর্পোরেট চাকুরিরতা আধুনিক মেয়ে রাজনন্দিনী। পরিস্থিতির চাপে সে নিজের স্বত্বাকে কখনও বিক্রি করে না। এমনকী অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। তাঁর প্রেমিকের চরিত্রে দেখা যেতে পারে জন ভট্টাচার্যকে। রাজনন্দিনীর অফিসের মালিকের চরিত্রে দেখা যাবে বিমল গিরিকে।
চলতি মাস থেকেই শহর কলকাতার বিভিন্ন স্থানে শুরু হবে শুটিং এমনটাই জানা যাচ্ছে।
