বছর ঘুরে আবার এল দুর্গাপুজো, আর এই উৎসবের মরশুমেই যেন বলিউড পেল এক বিশেষ উপহার। পারিবারিক ঐতিহ্য মেনে বাড়ির পুজোয় একত্রিত হলেন দুই জনপ্রিয় অভিনেত্রী এবং তুতো বোন— রানি মুখার্জি ও কাজল। প্রতি বছরই মুখার্জি পরিবারের এই পুজো মুম্বইয়ের অন্যতম আকর্ষণ, আর এবার উৎসবের শুরুতেই এই দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাঁদের অনুরাগীরা। শাড়িতে টুইনিং করতেও দেখা গেল এই দুই 'কুছ কুছ হোতা হ্যায়' নায়িকাকে।

 

পূজার মূল পর্ব শুরু হওয়ার আগেই এই দুই অভিনেত্রী প্যান্ডেলে এসে দুর্গা প্রতিমার সামনে প্রার্থনা করেন এবং ছবিও তোলেন। উৎসবের সহ-আয়োজক হিসেবে রানি মুখার্জি প্রতি বছরের মতোই এবারেও ব্যস্ত ছিলেন অতিথিদের আপ্যায়ন এবং পূজার আয়োজন তদারকি করতে।

 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলিতে দেখা যায়, কাজল পরেছেন একটি ক্রিম বা অফ-হোয়াইট রঙের শাড়ি যার সঙ্গে তিনি উজ্জ্বল লাল রঙের ব্লাউজ পরেছেন। অন্যদিকে, রানিকেও একই ধরনের ঐতিহ্যবাহী সাজে দেখা যায়। তিনি পরেছিলেন সাদা রঙের জামদানি শাড়ি। দু'জনের সাজেই ছিল বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। কপালে টিপ, হালকা গয়না এবং হাসিমুখে তাঁরা যেন দুর্গাপুজোর সাবেকি মেজাজকেই তুলে ধরলেন। 

 


প্রতিমার সামনে বসে থাকা বা তাঁদের অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের প্রতিটি মুহূর্তই ক্যামেরাবন্দী হয়েছে। কাজল-রানির ছবি দেখে ফিরে এল 'কুছ কুছ হোতা হ্যায়'-এর নস্টালজিয়া। এই ছবিগুলি সমাজমাধ্যমে আসা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে সাধারণ ছবি হিসেবে নয়, অনুরাগীরা এটিকে দেখেছেন একটি বিশেষ 'পুনর্মিলন' হিসেবে। 

 

আরও পড়ুন: অজয়-কাজলের ছেলে যুগকে রাস্তায় একা পেয়ে কী করলেন পাপারাজ্জিরা? তুলকালাম কাণ্ড টিনসেল টাউনে 

 


নব্বইয়ের দশকের ব্লকবাস্টার ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এ কাজলের চরিত্র ছিল 'অঞ্জলি' আর রানির চরিত্র ছিল 'টিনা'। বক্স অফিসে ঝড় তোলা সেই ছবির দুই মুখ্য অভিনেত্রীকে দুর্গাপুজোর পবিত্র আবহে একসাথে দেখে অনুরাগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে 'টিনা-অঞ্জলি রিইউনিয়ন' বা 'কেকেএইচএইচ রিইউনিয়ন'-এর মতো মন্তব্যে। একজন অনুরাগী মন্তব্য করেছেন, 'দুর্গাপুজো মানেই যেন এই দুই বঙ্গ সুন্দরীকে একসঙ্গে দেখা। শাড়িতে ওঁদের দু'জনই দারুণ লাগছে, একদম টিনা আর অঞ্জলির মতো!" আরেকজন লেখেন, 'দুই তুতো বোনকে একসাথে দেখে মন ভরে গেল। এই ছবিগুলি নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে গেল।'

 


অভিনয় জগতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার পাশাপাশি, রানি ও কাজলের পারিবারিক বন্ধন এবং দুর্গাপুজোকে ঘিরে তাঁদের এই নিয়মিত উপস্থিতি বরাবরই ভক্তদের কাছে এক বিশেষ বার্তা বহন করে। এই উৎসব যেন তাঁদের শৈশবের স্মৃতি, ঐতিহ্য আর সম্পর্কের উষ্ণতাকে প্রতি বছর নতুন করে উদযাপন করার সুযোগ এনে দেয়।
শাড়ি, হাসি আর পারিবারিক আন্তরিকতার এই সুন্দর মুহূর্তে দুই বলিউড অভিনেত্রীর এই সাক্ষাৎ শুধু সংবাদ শিরোনামেই নয়, ভক্তদের মনেও তৈরি করল এক আনন্দময় নস্টালজিয়া।

 

 

প্রসঙ্গত, কাজল, তানিশা মুখোপাধ্যায়ের কাকা দেব মুখার্জি। পরিচালক অয়ন মুখার্জির বাবা। মুম্বইয়ের মুখার্জি পরিবারের দুর্গাপুজোয় চারটে দিন তাঁকে দেখা যেত মণ্ডপেই। সবকিছু নিজের নজরে রাখতেন। কে এল, সবাই প্রসাদ পেল কি না— সবকিছু দেখভাল করতেন। চলতি বছরের মাঝামাঝি মারা যান তিনি। তাই অনেকের চিন্তা ছিল এ বছর মুখার্জি বাড়ির পুজোর কী হবে? 
একটি সাংবাদিক বৈঠক করে এর আগে কাজলের বোন তানিশা জানিয়েছিলেন, পুজো হবে। কিন্তু পরিবারের সদস্যেরা কেউ পুজোয় বসতে পারবেন না। তিনি বলেছিলেন, “কাকা নেই, ভাবতে পারছি না। প্রতি বছর পুজোর প্রায় সব দায়িত্ব ওঁর কাঁধেই থাকত। সেখানে কাকাকে ছাড়াই পুজো হবে। এই বছর মা আসবে। পুজোও হবে কিন্তু আমরা কেউ পুজোয় বসতে পারব না।”