একে একে নায়িকাদের ঘরে ফেরা হচ্ছে বলাই যায়। কারণ, সিনেমা, সিরিজের জগৎ পেরিয়ে আবারও ছোটপর্দায় ধরা দিতে চলেছেন তাঁরা। টলিপাড়ার বহু নায়িকাদের 'ঘর ওয়াপসি'র খবর মিলছে। এবার ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী রণিতা দাস। বহুদিন ধরেই এই জল্পনা চলছিল। তবে তিনি ফিরেছিল স্টার জলসার একটি মজাদার রিয়্যালিটি শো-এ। তখন থেকেই অভিনেত্রীকে ধারাবাহিকে ফেরার জন্য অনুরোধ করতেন অনুরাগীরা। 

 

কিছুদিন আগেও নতুন মেগায় তাঁর ফেরার খবর থাকলেও সেই সময় মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। এবার দর্শকের জন্য এল খুশির খবর। সত্যিই ছোটপর্দায় ফিরছেন রণিতা। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে এক নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই গল্প। বহুদিন পর ধারাবাহিকে ফিরে কার সঙ্গে জুটি বাঁধছেন রণিতা?

 

সূত্রের খবর, রণিতার নায়ক হতে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ও রণিতার জুটিকে এই প্রথম পর্দায় দেখতে চলেছেন দর্শক। এর আগে ভিন্ন ধারাবাহিকে দর্শকের মন জয় করলেও এই প্রথম জুটিতে আসছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল রণিতা ও বিশ্বজিতের সঙ্গে। দুই নায়ক-নায়িকাই প্রায় এড়িয়ে গিয়েছেন নতুন কাজের কথা। তবে টলিপাড়ার অন্দরে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দু'জনের জুটি বাঁধার খবর। 

 

আরও পড়ুন: শহরের বুকে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের রহস্যজট খুলবেন রুদ্রনীল ঘোষ! প্রকাশ্যে '১৯৫৪'-এর প্রথম ঝলক

 

প্রসঙ্গত, এর আগে বিশ্বজিৎকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'মালা বদল'-এ। বরাবরই দর্শকের চোখে 'প্রিয় নায়ক' হিসেবে পরিচিতি পান বিশ্বজিৎ। ধারাবাহিকে তাঁর থাকা মানেই হিট! অন্যদিকে, পর্দার 'বাহামণি'কে নতুন চরিত্রে ফের দেখার জন্য অপেক্ষায় আছেন রণিতার অনুরাগীরা‌‌। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসবে ধারাবাহিকের প্রোমো। প্রেমের গল্পে জুটি হিসেবে দুই তারকাকে দেখার জন্য আগ্রহী দর্শক মহল। 

 

এখন টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখার খেলা। গল্প যতই জমজমাট হোক না কেন, টিআরপিতে যদি প্রথম দশে টিকে না থাকে মেগা, তবেই অসুবিধা। এমনকী টিআরপির নম্বরের নিরিখে এখন ভবিষ্যৎ নির্বাচন হচ্ছে ধারাবাহিকের। অন্যদিকে, বছরের পর বছর ধরে চলছে একাধিক মেগা। আবার মাত্র দু-তিন মাসেই ইতি টানছে নতুন ধারাবাহিক। এক্ষেত্রে সবটাই মেগার স্লট ও গল্পের মোড়ের উপর নির্ভরশীল।