বহু বছর পর আবার পর্দায় দেখা যাবে বাবা ও মেয়ে জুটিকে। অন্নপূর্ণা বসুর পরিচালনায় 'স্বার্থপর' ছবিতে আবার দর্শক দেখতে চলেছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক জুটিকে। যদিও পর্দায় এবার বাবা-মেয়ের চরিত্রে নয়। সম্পত্তি ঘিরে দাদা ও বোনের আইনি লড়াইয়ে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। 

 

 

 

 

যেখানে কোয়েল মল্লিক অর্থাৎ পর্দার 'অপর্ণা'কে তার প্রাপ্যটুকু ফিরিয়ে দেবার চেষ্টা করবেন তিনি। এদিন এই ছবি নিয়ে কথা বলার মাঝে পুরনো স্মৃতিতে ফিরলেন বাবা ও মেয়ে। প্রথম ছবি 'নাটের গুরু'তে অভিনয় নিয়ে স্মৃতিচারণ করলেন কোয়েল। রঞ্জিত মল্লিকের কথায়, "এই সময় কোয়েলের জন্য আমার নিজের অভিনয় খারাপ হয়ে যেত। কারণ ও কী করছে সেটাই আমি বেশি দেখতাম, ফলে আমার চরিত্রে ভুলভাল হয়ে যেত। তবে এত বছর পর এখন আর তা হয় না। এখন নিজের মত স্ক্রিপ্ট পড়ে আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করে।"

 

 

 

 

তবে রঞ্জিত মল্লিক এই কথা বলার সময় কোয়েল বলেন, "বাবা বললেন তাই মনে পড়ে গেল, নাটের গুরু ছবিতে আমার একটি কান্নার দৃশ্যের জন্য চোখে গ্লিসারিন দেওয়া হচ্ছিল। সেই সময় আয়নাটা আমার সামনে ছিল, আয়না দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম বাবা ঠিক পেছনে দাঁড়িয়ে। এবং আমার চোখে গ্লিসারিন দেওয়া হবে তাই আমার কষ্ট হবে ভেবে বাবা নিজেই কাঁদছেন। সেই সময় শুটিংয়ে বাবাকে কাঁদতে দেখেছিলাম আমার জন্য।"

 

আরও পড়ুন: সুরজিতের কণ্ঠে মিশেছে দুই বাংলার গল্প, মেঠো সুরে মন জুড়ালো 'ওরে বিদেশিনী' 

 

এই স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি কোয়েল আরও বলেন, "আরও একটা মজার ঘটনা রয়েছে। ওই ছবিতেই একটি কফি হাউজের দৃশ্যের শুটিং ছিল। সেখানে প্রথমবার ছারপোকার কামড় খেয়েছিলাম আমি। স্বাভাবিকভাবেই শুটিংয়ের মাঝে আমি হাত দিয়ে চুলকাচ্ছিলাম, সেই সময় বাবা আমায় বকা দিতে শুরু করেন। আমি তখন বাবাকে বলি, বাবা আমি বড় হয়ে গিয়েছি এখানে আমাকে বকো না, বাড়িতে বকো। আসলে বাবার কাছে আমি কখনওই বড় হইনি। এখনও বকা খাই।"

 

 

 

 

'স্বার্থপর' ছবির কথা বলতে গিয়ে পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন বাবা ও মেয়ে। পাশাপাশি এও জানালেন, যৌথ পরিবারকে কীভাবে টিকিয়ে রাখতে হয়। সেখানে কারওর মতের সঙ্গে কম-বেশি অমিল থাকতেই পারে। তবে আলাদা হওয়াটা কোনও সমাধান নয়। আজও মল্লিক পরিবার এক যৌথ পরিবার। যদিও রঞ্জিত মল্লিক যখন সেই বাড়িতে বড় হয়েছেন, তখন সেখানে ২০০ জন সদস্য ছিলেন। আজ তা কমেছে যদিও, কিন্তু কোনও অশান্তির আঁচ পরিবারে পড়তে দেন না তাঁরা কেউই। নিজের দুই সন্তান কেউ এমন ভাবেই মানুষ করছেন কোয়েল মল্লিক। দুই ভাই-বোনের এই গল্প দর্শক বড়পর্দায় দেখতে পাবেন চলতি বছর ভাইফোঁটায়।