নিজস্ব সংবাদদাতা: ষ্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'তেঁতুল পাতা'। গল্পে প্রথমার জুটি হিসাবে দর্শক পেতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় ও ঋতব্রতা দেকে। 'তেঁতুল পাতা'র প্রোমোতে দর্শক দেখেছেন, নায়িকা বিয়ের আসর থেকে পালিয়ে ট্রেনে চেপেছেন। সেখানেই দেখা নায়কের সঙ্গে। বাস্তবেও কী এরকম অ্যাডভেঞ্চার পছন্দ ঋতব্রতার?

আজকাল ডট ইন-কে ঋতব্রতা বলেন, "আমার পালানোর কোনও শখ নেই। পালিয়ে বিয়ে একেবারেই করতে চাই না। আর বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার কথা তো ভাবতেই পারিনা। খুব সাধারণভাবে বিয়ে করতে চাই। যেমন আর পাঁচজন করেন।"

ধারাবাহিকে প্রাণোচ্ছ্বল মেয়ে 'ঝিল্লি'। বাস্তবে কী মিল রয়েছে ঋতব্রতার সঙ্গে? উত্তরে তিনি বলেন, "আমি এমনিতে খুব দুষ্টু। কিন্তু বেশি কথা বলিনা। 'ঝিল্লি' খুব কথা বলতে ভালবাসে। আমি ঠিক সেরকম নই। বাকি এই চরিত্রের স্বভাবের সঙ্গে আমার পুরোটাই মিল রয়েছে।"

প্রসঙ্গত, আগামী ১২ আগস্ট থেকে সম্প্রচারিত হতে চলেছে 'তেঁতুল পাতা'। এক পারিবারিক গল্পকে কেন্দ্র করে এগোবে এই ধারাবাহিক। প্রোমো সামনে আসতেই 'তেঁতুল পাতা'য় গৌরব-ঋতব্রতার জুটিকে দেখার জন্য উৎসাহিত দর্শক মহল। এর আগে জি বাংলার 'অষ্টমী'তে শেষ দেখা গিয়েছিল ঋতব্রতাকে। অন্যদিকে স্টার জলসার 'গাঁটছড়া'র পর আবারও জলসায় ফিরছেন গৌরব।