নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েক বছরের বন্ধুত্ব। কিন্তু একে অপরের সঙ্গে কাজ করেননি সমিধ মুখোপাধ্যায় ও রূপম ইসলাম। এবার সুরে-তালে জুটি বাঁধছেন তাঁরা। সৌজন্যে আতিউল ইসলামের ছবি 'দানব'। বন্ধু সমিধের সুরে গান গাইলেন রূপম।
এ ছবি আর পাঁচটা নিটোল ভালবাসার গল্পের ছবি নয়। এই ভালবাসার ছবিতে রয়েছে নারীদের উপর নৃশংস অত্যাচারের কথা, মৃত নারীদেহ ধর্ষণের মতো পাশবিক সত্যি ঘটনার কথা এবং তা থামাতে, বলা ভাল নারীদের উপর এই নারকীয় অত্যাচারের বদলা নিতে আসা এক 'দানব'-এর কথা।
ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ও পিয়ায় খান। তাঁদের অভিনীত চরিত্রের নাম 'উমা' ও 'শিবা'। বাস্তবের ঘটে যাওয়া ঘটনাকে এবার বড়পর্দায় আনছে পরিচালক আতিউল ইসলাম। ছবিতে এক নার্সের চরিত্রে দেখা যাবে রুপসা মুখোপাধ্যায়কে। অন্যদিকে, নবাগত পিয়ার খানকে দেখা যাবে মর্গের এক ডোমের ভূমিকায়। 'দানব'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, কৌশিক বন্দোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার।
 
 ছবির গানে সমিধের সঙ্গে জুটি বেঁধে রূপম ইসলাম বলেন, "গানের জগতে আমাদের দু'জনের পথ চলা প্রায় একই সময়ে। কখনও মঞ্চে সমিধ, আমি দর্শকের আসনে। কখনও আবার উল্টোটা। অনেক গায়কের মতো আমারও সমিধের সুরে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে ইচ্ছেপূরণ।"
সমিধের কথায়, "রূপমের মতো গায়কের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিলই। উপরি পাওনা একসঙ্গে একই ছবিতে কাজ করতে পারলাম। আমাদের বন্ধুত্বের কথা যদি বলতেই হয়, তাহলে বলব গানই আমাদের বন্ধুত্বের সেতু।"
