সংবাদসংস্থা মুম্বই: কালজয়ী হিন্দি ছবি 'করণ অর্জুন' আজও দর্শকমনে গেঁথে রয়েছে। বলিউডের 'করণ অর্জুন' মানেই শাহরুখ সলমনের জুটি। আজও এই ছবিটিকে অন্যতম কাল্ট ছবি হিসেবে ধরা হয়। এই ছবিতে শাহরুখ খান এবং সলমন খানকে দুই ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল। ছিল পুনর্জন্মের ছোঁয়া। 

 

 

ছবিতে ছিলেন রাখী গুলজার, কাজল, মমতা কুলকার্নি ও অমরেশ পুরীর মতো তারকারা। ছবি মুক্তির ৩০ বছর পর ফের বড়পর্দা কাঁপাতে আসছে 'করণ অর্জুন'। সম্প্রতি, এমন খবরই প্রকাশ্যে আনলেন পরিচালক রাকেশ রোশন। 

 

 

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছবির ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে তিনি লিখলেন, "সেই সময় ছবির টিজার মুক্তি পেত না। কিন্তু ছবির জনপ্রিয়তা তাতে বিন্দুমাত্র কমত না। 'করণ অর্জুন'-এর মুক্তির ৩০ বছর উদ্‌যাপনে ছবিটি পুণরায় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। আগামী ২২ নভেম্বর ফিরছে সবার প্রিয় 'করণ অর্জুন'।"

 

 

বাবার ঘোষণা করা এই খবর নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা হৃতিক রোশনও। আর তারপর থেকেই দারুণ খুশি হয়েছেন নেটিজেনরা। পোস্টটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

 

নব্বই দশকের কালজয়ী এই ছবির পুণরায় মুক্তি নিয়ে সলমন খানও বেজায় খুশি। সোশ্যাল মিডিয়ায় রাকেশ রোশনের পোস্টটি ভাগ করে বলিউডের 'ভাইজান' লেখেন, "রাখীজি ঠিকই বলতেন। করণ-অর্জুন আসবেই। আগামী ২২ নভেম্বর ফের বড়পর্দায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।"