বলিউড সুপারস্টার সলমন খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রহস্যময় এবং আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। পোস্টে তিনি তার বাবা, বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের পুরনো একটি উপদেশ উল্লেখ করেন এবং জানান, “যদি আমি সেটা আগে শুনতাম।”
ওই পোস্টে সলমন লেখেন, 'বর্তমান একসময় তোমার অতীত হয়ে ওঠে, অতীত তোমার ভবিষ্যতের সঙ্গে মিশে যায়। বর্তমান একটি উপহার, এটি দিয়ে সঠিকভাবে কাজ করো, বারবার ভুল করা অভ্যাসে পরিণত হয়। তোমার চরিত্রের ঠিক-ভুলের জন্য কাউকে দোষ দিও না, কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারবে না যা তুমি করতে চাও না।'

এই পোস্টে সলমন ইঙ্গিত করেন যে, জীবনে যেসব ভুল তিনি করেছেন তা থেকে শিক্ষা নেওয়াই গুরুত্বপূর্ণ। তিনি স্বীকার করেন, একই ভুল বারবার করলে তা একসময় অভ্যাসে পরিণত হয় এবং পরবর্তীতে চরিত্র গঠন করে।
বাবার একটি গুরুত্বপূর্ণ কথা তিনি উদ্ধৃত করেন—
“ভুল বারবার করলে তা অভ্যাস হয়ে যায়, আর তা একসময়ে চরিত্র হয়ে দাঁড়ায়। তিনি এও উল্লেখ করেন, “কেউ আপনাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা আপনি নিজে করতে চান না।”
এই পোস্টটি ঘিরে নেটিজেনদরা ধারণা করছেন যে সলমন হয়তো নিজের জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে অনুশোচনায় আছেন বা ধীরে ধীরে কিছু ভুল সংশোধন করে নিজেকে পরিবর্তনের চেষ্টা করছেন। এর আগেও বাবা সেলিম খানের একাধিক উপদেশ মেনে জীবনের পথে এগিয়েছেন সলমন। এমনটাই বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন তিনি। এমনকী ছেলেকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছিলেন সেলিম খানও। এর থেকেই নেটপাড়ার কাছে স্পষ্ট যে, বাবা-ছেলের অটুট বন্ধন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়েছে।
প্রসঙ্গত, অনুরাগীরা সলমনকে পরবর্তীতে দেখতে পাবেন, অপূর্ব লাখিয়া পরিচালিত 'ব্যাটল অফ গলওয়ান' নামক ছবিতে। বহুল প্রতীক্ষিত এই ছবিটি ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘটিত গলওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি। ছবিটি আগামী বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবির জন্য কঠোর পরিশ্রম করছেন বলিউডের 'ভাইজান'। শারীরিক পরিবর্তনের পাশাপাশি ডায়েটেও পরিবর্তন এনেছেন সলমন। রেখেছেন মোটা গোঁফ। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির প্রথম পোস্টার। যা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে।
প্রসঙ্গত, বিষ্ণোই দলের তরফে প্রাণনাশের হুমকির পর থেকে বেড়েছে সলমনের নিরাপত্তা। ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তায় সর্ব ক্ষণ থাকতে হয় তাঁকে। সারাক্ষণ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন তিনি। ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছাড়াও সর্ব ক্ষণ পাশে থাকেন মহারাষ্ট্র রাজ্য পুলিশের কনস্টেবল। সলমনের নিরাপত্তার চিন্তায় কপালে ভাঁজ তাঁর পরিবার-পরিজনেরও। সম্প্রতি তাঁর খোলা বারান্দায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। এত সুরক্ষার মাঝে থাকতে থাকতে তিনি ক্লান্ত, নিজেই স্বীকার করেছেন সলমন। এবার এক সাক্ষাৎকারে বলিউডের 'ভাইজান' জানান তিনি বান্দ্রার রাস্তায় সাইকেল চালানোটা খুব মিস করেন। আসলে এক সময় সলমনকে ফুরফুরে মেজাজে বান্দ্রার রাস্তায় সাইকেল চালাতে দেখা যেত। কিন্তু সম্প্রতি কড়া নিরাপত্তার জন্য আর সেভাবে ফাঁকা রাস্তায় দেখা যায় না তাঁকে। তাই মন খারাপ 'ভাইজান'-এর।
