নিজস্ব সংবাদদাতা: তিক্ততা নয়, বরং জন্মদিনে শুভেচ্ছা বার্তার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত জানালেন অভিনেত্রী সুস্মিতা রায় ও তাঁর স্বামী সব্যসাচী চক্রবর্তী। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নতুন জীবনের দিকে এগোলেন সব্যসাচী ও সুস্মিতা। একে অপরের পথ আলাদা হলেও দু'জনেই একে অপরকে সম্মান করেন, তাই এই বিষয় নিয়ে আর কোনও আলোচনা চান না কেউই। এমনটাই জানিয়েছেন সুস্মিতা।
অন্যদিকে মন খারাপ দেওর অভিনেতা সায়ক চক্রবর্তীর। সুস্মিতার সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে সায়ক লিখেছেন, 'ভাল থাকিস, আর কুটনি বৌদি বলে ডাকা হবে না, শুভ জন্মদিন'। সায়কের ভ্লগে 'কুটনি বৌদি' হিসেবে অত্যন্ত জনপ্রিয় সুস্মিতা।
এর আগেও দূরত্ব তৈরি হলেও সব্যসাচী-সুস্মিতা ফের কাছাকাছি আসেন। তবে এক ছাদের তলায় একসঙ্গে ভাল থাকা হয়ত সম্ভব নয়, সেই কারণে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন সুস্মিতা এবং সব্যসাচী। মঙ্গলবার সুস্মিতা রায়ের জন্মদিন। গতকাল রাতে সব্যসাচী লিখেছেন, 'ভাল থাক । বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু'তরফে মিলল না, মন খারাপ দু'তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক! বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক । আপনাদের কাছ থেকে দু তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে।'
তিনি আরও লেখেন, 'এই পোস্ট দু'তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু'জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে।' অন্যদিকে সুস্মিতা সব্যসাচীর এই পোস্ট কে সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে লিখেছেন, 'এটা দু'জনের সিদ্ধান্ত। আমরা দু'জন দু'জনকে সম্মান করি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া। আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভাল থাকতে পারি।' দু'জনের পোস্টেই নেটিজেন ও অনুরাগীদের মন্তব্য ভরে গিয়েছে।
