সংবাদসংস্থা মুম্বই: বলিউডের আইকনিক জুটি শাহরুখ-কাজল।‌ একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতে। পর্দায় তাঁদের জুটি মানেই সুপার হিট। অফস্ক্রিন দু'জনের বন্ধুত্বও নজর কাড়ে। কিন্তু কাজলকে একেবারেই পছন্দ করতে পারত না শাহরুখের ছোট ছেলে আব্রাম। 

 

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কিং খান 'দিলওয়ালে' ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, একবার হায়দ্রাবাদে শুটিং সেটে আব্রাম আসে। সেই সময় একটি দৃশ্যের শুটিং চলছিল যেখানে, শাহরুখের চোট লাগে। আর সামনে কাজল দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য দেখে ছোট্ট আব্রাম ভাবে বাবার সত্যি আঘাত লেগেছে। কিন্তু পরক্ষণেই যখন কাজলের সঙ্গে রোমান্টিক দৃশ্যের শুটিং শুরু হয় সে ভাবে কাজলের জন্যই বাবার আঘাত লেগেছে। তাই কিছুতেই সে কাজলকে পছন্দ করতে পারে না। 

 

 

ছেলের মনের অবস্থা বুঝে শাহরুখ বিষয়টাকে সহজ করার চেষ্টা করলেও সেই সময় ছোট্ট আব্রাম কিছুতেই আসল বিষয়টা বুঝতে চায়নি। যদিও পরবর্তীতে 'দিলওয়ালে' দেখার পর পছন্দ করেছিল সে। 

 

 

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'রেড চিলিজ' প্রযোজনা সংস্থার একটি পুরনো ভিডিও। যেখানে 'দিলওয়ালে' ছবিতে শাহরুখ-কাজলের 'গেরুয়া' গানটির কিছু অদেখা দৃশ্য উঠে এসেছে। যেখানে দেখা যায় খরস্রোতা ঝর্না থেকে শাহরুখকে বাঁচান কাজল। এরপর এক সাক্ষাৎকারে কাজল সেই প্রসঙ্গ তুলে এনে মজার ছলে শাহরুখকে বলেন, "তোমার জীবন বাঁচানোর জন্য আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করো।" উত্তরে শাহরুখও বলেন,"আমি সত্যিই কৃতজ্ঞ। আজ থেকে আমার মন, প্রাণ সব তোমার নামে করে দিলাম।"