সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

শাহরুখের রোজনামচা

বলিউডের কিং খানকে নিয়ে কৌতূহল বরাবরই তাঁর অনুরাগীদের মধ্যে। তাই নিজের দৈনন্দিন রুটিন নিয়ে খোলসা করলেন শাহরুখ খান। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভোর ৫টায় ঘুমোতে যান এবং সকাল ৯-১০টার মধ্যে উঠেও পড়েন তিনি। এবং তারপর শরীরচর্চা দিয়ে তিনি তাঁর দিনটি শুরু করেন।

বাদ পড়লেন বিজয় রাজ

অজয় দেবগণ ও ম্রুণাল ঠাকুর অভিনীত 'সন অব সর্দার'-এর সিক্যুয়েলের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে লন্ডনে। এই ছবিতে অভিনয়ের কথা ছিল বিজয় রাজের। কিন্তু হঠাৎই তাঁকে বাদ দেওয়া হয় ছবি থেকে। ছবির সহ প্রযোজক কুমার মঙ্গত পাঠক মুম্বই সংবাদ মাধ্যমকে জানান, বিজয় রাজ শুটিং সেটে সবার সঙ্গে খুব খারাপ ব্যাবহার করেন এবং তাঁর স্পটবয় প্রতি রাতের জন্য ২০,০০০ টাকা পারিশ্রমিক নেন। যা প্রযোজনা সংস্থা কোনওভাবেই মেনে নিতে পারছিল না। এমনকী সেটে অনিষ্টও করেন অভিনেতা। তাই তাঁকে এই ছবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুটিতে সলমন-জোয়া

সেলিম খান ও জাভেদ আখতারের জুটি চলচ্চিত্র জগতকে উপহার দিয়েছেন মনে রাখার মতো কাজ। কিন্তু তাঁদের উত্তরাধিকারীরা অর্থাৎ সলমন খান ও জোয়া আখতারকে এখনও পর্যন্ত একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। এই বিষয়ে মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জোয়া জানান, বলিউডে সলমন নিজের জায়গা ধরে রেখেছে। তাঁর অসংখ্য অনুরাগী। তাই তাঁকে নিয়ে সঠিক চিত্রনাট্য পরিকল্পনা করে তবেই এগোতে হবে। তাই সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি।