সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
কীভাবে তৈরি হয়েছিল শাহরুখ-গৌরীর মন্নাত?
দিল্লি থেকে মুম্বই আসার পর নিজের থাকার জায়গা ছিল না শাহরুখ খানের। স্বপ্ন ছিল বড় বাংলো কেনার। উপার্জনের শুরুতেই তাই মন্নাত কিনে নেন তিনি। কিন্তু সেই সময় বাড়িটির অবস্থা ভাল ছিল না। বাসযোগ্য করার জন্য এক ডিজাইনারের কাছে গিয়েছিলেন শাহরুখ-গৌরী। কিন্তু ডিজাইনার যে মূল্য বলছিলেন তা শাহরুখের পারিশ্রমিকের থেকে অনেক বেশি ছিল। সেই সময় মন্নাতকে নিজেদের স্বপ্ন দিয়ে একটু একটু করে সাজিয়ে তোলেন গৌরী। আজ যা সত্যিই যেন এক স্বপ্নপুরী। মুম্বই সংবাদমাধ্যমকে একবার এমনটাই জানিয়েছেন খোদ 'কিং খান'।
আইটেম নাচের জন্য এক টাকাও পাননি নোরা!
'দিলবার' ও 'কমরিয়া' আইটেম গানের জন্যই বলিউডে প্রথম পরিচিত হন নোরা ফতেহি। এই দুই দারুণ সাফল্যের মুখ দেখলেও নোরা এক টাকাও পাননি এর জন্য। এই বিষয়ে নিজেই মুম্বই সংবাদমাধ্যমকে তিনি জানান, পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজস্ব ছিল। কারণ তিনি মনে করেছিলেন, এখন উপার্জনের সময় নয়। পরিচিতিটাই আসল।
কী কারণে প্রেম করছেন না কার্তিক?
রোমান্টিক ছবিতে অভিনয় করলেও এখনও কেন প্রেম করছেন না কার্তিক? এই প্রশ্নে জেরবার অভিনেতা। অবশেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পর্দায় রোম্যান্স করা আর বাস্তবে প্রেম করা সম্পূর্ণ আলাদা। হয়তো এখনও এতটা ভাগ্যবান হতে পারিনি যে আমার জীবনে প্রেম আসবে।"
