সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

 

কার জন্য অভিনয় করেন শাহরুখ?

 

 

সম্প্রতি, লোকার্নো চলচ্চিত্র উৎসবের অতিথি হয়েছিলেন শাহরুখ খান। সেখানে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "আমি ভাল ছবিতে কাজ করি, কারণ আজও মনে হয় আমার কাজ বাবা-মা স্বর্গ থেকে দেখছেন। তাঁদের খুশি করার জন্যই আজও ভাল কাজ করার চেষ্টা করি। খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছি। কিন্তু সবসময় মনে হয় তাঁদের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে।"

 

 

মা হবেন রাধিকা আপ্তে 

 

২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা আপ্তে। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে দিলেন অভিনেত্রী। তাও আবার লন্ডন ফিল্ম ফেস্টিভালে হাজির হয়ে। রাধিকা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে কালো রঙে গাউন পরে রয়েছেন তিনি। সেখানেই স্পষ্ট হয়েছে তাঁর স্ফীতদর।

 

 

অমিতাভের সঙ্গে বিদ্যার নাচ

 

 

কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর মঞ্চে 'ভুল ভুলাইয়া ৩'-এর প্রচারে হাজির হবেন বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমোর ঝলক। এদিন অমিতাভ বচ্চনের সঙ্গে নাচ করতে দেখা যাবে বিদ্যাকে। তাও 'বিগ বি'র একটি গানেই। 'দিলবর মেরে' গানটির সুরে অমিতাভ বচ্চনের হাত ধরে নাচ করবেন পর্দার 'মঞ্জুলিকা'। এই প্রোমোর ঝলক সামনে আসতেই নিমেষে তা ভাইরাল।