নিজস্ব সংবাদদাতা: চলতি বছরই গাঁটছড়া বেঁধেছেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। এই বছর তাই জুটিতে কাটছে তাঁদের প্রথম পুজো। বর্তমান সামাজিক পরিস্থিতির আবহে উৎসবের অন্যান্য দিনে অংশগ্রহণ না করলেও কিন্তু দশমীতে সিঁদুর খেললেন সোহিনী। বিজয়ায় যোগ দিলেন ঘরোয়া আড্ডায়।
এদিন লাল শাড়ি, ম্যাচিং ব্লাউজ ও সোনালি গয়নায় সেজে তিনি সিঁদুর খেলেন। ঘরোয়া আড্ডায় গিটার বাজিয়ে শোভনকে গান গাইতে দেখা যায়। পাঞ্জাবিতে তিনিও দশমী সজ্জায় পরিপূর্ণ। শোভনের গলায় 'পাগল হাওয়া' গানে তাল মেলাতে দেখা যায় সোহিনীকে। আর এই মিষ্টি মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনিই সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন এই ভিডিয়ো। সেখানে থেকেই বোঝা যায়, শোভন-সোহিনীর ঘরোয়া আড্ডায় উপস্থিত ছিলেন তিনিও।
প্রসঙ্গত, টলিপাড়ায় এদিন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মেতে উঠলেন সিঁদুর খেলায়। এমনকী এদিন স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গেও একফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী। অন্যদিকে, ধর্ম নিয়ে নানাভাবে বিদ্বেষের শিকার হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু কোনওদিনই এইসব বিষয়কে গুরুত্ব দেননি তিনি। এইবারও তার অন্যথা হল না। যশের পাশে দাঁড়িয়ে বরণ ডালা হাতে অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানালেন নুসরত।
এদিন সিঁদুরে রাঙা হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। লাল পাড় সাদা শাড়ি আর সোনালি গয়নায় যেন অপরূপা তিনি। এছাড়াও দশমীতে সিঁদুরে রাঙা হলেন রচনা, শ্রাবন্তী, দর্শনারাও।
