নিজস্ব সংবাদদাতা: 'ডানা'য় ক্ষতিগ্রস্ত চন্ডিপুর। এই ঝড়ের তাণ্ডবে সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী। কিছুদিন আগে নিজের ছবির প্রচার নিয়ে ব্যস্ত থাকলেও, সবকিছু সামলে সাধারণ মানুষের পাশে সোহম হাজির।
অভিনেতা এবং প্রযোজক হওয়ায় এই বছর ব্যস্ততা অনেকটা বেড়ে গেলেও নিজের দায়িত্বের কথা ভোলেননি সোহম চক্রবর্তী। তাই বিপদে নিজের এলাকার কেন মানুষদের পাশে দাঁড়ালেন অভিনেতা। পুজোয় মুক্তি পেয়েছে সোহম চক্রবর্তী প্রযোজিত এবং অভিনীত শাস্ত্রী। প্রথম প্রযোজিত ছবি হওয়ায় ব্যস্ততা ছিল তুঙ্গে। তবে একসঙ্গে বিভিন্ন দায়িত্ব সামলাতে পারেন তিনি। তাই ছবির কাজ সামলেই দরকারে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন সোহম।
ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে পুরো জায়গা ঘুরে দেখার পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে কথা বললেন সোহম। তাঁদের সমস্যার কথা জেনে সমাধানের চেষ্টা করলেন সেখান থেকেই। প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন এলাকাবাসীদের হাতে। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে এলাকা পরিদর্শন করলেন সোহম।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে সোহম লিখেছেন, "প্রাকৃতিক দুর্যোগ 'ডানা' ঝড়ের প্রভাবে অতিভারী বৃষ্টিতে চন্ডিপুর বিধানসভার যেসব জায়গা জলমগ্ন হয়েছে ও যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব জায়গা পরিদর্শন করতে আর ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘব করতে তাঁদের পাশে।"
