বলিউড তারকা সোনাক্ষী সিনহা তাঁর স্বামী জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই এক অদ্ভুত পরিস্থিতির শিকার হচ্ছিলেন—আর তা হল তাঁর গর্ভাবস্থা নিয়ে অবিরাম গুজব। অবশেষে, এই সমস্ত জল্পনা-কল্পনাকে একেবারে উড়িয়ে দিয়ে সোনাক্ষী সমাজমাধ্যমে একটি কড়া জবাব দিয়েছেন, যা তাঁর অনুরাগীদের মন জয় করে নিয়েছে। তাঁর এই প্রতিক্রিয়া প্রমাণ করে দিল যে তারকা দম্পতি এই ধরনের ভুয়ো খবরকে কতটা হালকাভাবে নিচ্ছেন।
গুজবের সূত্রপাত হয়েছিল মুম্বইয়ের একটি হাই-প্রোফাইল ইভেন্ট থেকে। একটি জমকালো পোশাকে সেখানে উপস্থিত হয়েছিলেন সোনাক্ষী। ছবি তোলার সময় ক্যামেরার সামনে তাঁর পোজ দেওয়ার ভঙ্গি—বিশেষ করে কোমরের কাছে এক হাত রেখে পোজ দেওয়া—সোশ্যাল মিডিয়ার একটি অংশের কাছে বেবি বাম্প লুকানোর চেষ্টা বলেই মনে হয়। নেটিজেনদের মধ্যে দ্রুত এই জল্পনা ছড়াতে শুরু করে যে অভিনেত্রী সম্ভবত অন্তঃসত্ত্বা। আর একবার গুজব শুরু হলে তা থামানো কঠিন, বিশেষ করে তারকাদের ব্যক্তিগত জীবনে।
ওই অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখাী যায়, অনুষ্ঠানের প্রবেশপথে ঢিলেঢালা আনারকলি পোশাকে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জাবির বলে ওঠেন- "দেখো, সামলে...।" স্বামীর কথায় প্রথমে কিছুটা হতবাক হলেও পরে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে এগিয়ে যান। ঠিক সেসময়েই ওড়নায় ঢাকা সোনাক্ষীর 'স্ফিতোদরে' হাত দিতে দেখা যায় জাহির ইকবালকে। স্বামীর এহেন কাণ্ড দেখে আর হাসি চেপে রাখতে পারেননি সোনাক্ষী। রসিকতার ছলেই চড় কষান! পালটা জাহিরকে বলতে শোনা যায়, 'আরে মজাই তো করছি!' সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ছবিশিকারিরা। সেখান থেকেই গুঞ্জন আরও গভীর হয়েছে।
আরও পড়ুন: মেয়েকে নিয়ে প্রথমবার জনসমক্ষে এলেন সিদ্ধার্থ-কিয়ারা, বাবা না মা? কার মতো দেখতে হল একরত্তিকে?
তবে চুপ থাকার পাত্রী নন সোনাক্ষী। এই সব গুঞ্জনকে চিরতরে থামিয়ে দিতে তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক সিরিজ ছবি পোস্ট করেন। ছবিগুলি ছিল প্রযোজক রমেশ তৌরানির দীপাবলি উদযাপনের পার্টির। প্রথম দিকের ছবিতে তাঁকে ও জাহির ইকবালকে মানানসই পোশাকে অত্যন্ত লাবণ্যময়ী ও হাসিখুশি দেখাচ্ছিল। তবে পোস্টের শেষ ছবিটি ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ—সেখানে স্বামী-স্ত্রীকে প্রাণ খুলে হাসতে দেখা যায়। এই হাসি যেন ছিল সমস্ত গুঞ্জনের প্রতি তাঁদের নীরব জবাব।
ছবির চেয়েও বেশি আকর্ষণীয় ছিল সোনাক্ষীর ক্যাপশন, যা এই সমস্ত জল্পনাকারীদের প্রতি ছিল এক ধারালো কিন্তু রসবোধপূর্ণ বার্তা। তিনি লেখেন 'পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম গর্ভাবস্থার বিশ্ব রেকর্ডধারী (আমাদের প্রিয় এবং অতি-বুদ্ধিমান পাপারাজ্জিদের মতে যা ১৬ মাস ধরে চলছে)। শুধুমাত্র পেটের ওপর হাত দিয়ে পোজ দেওয়ার জন্য! আমাদের প্রতিক্রিয়া জানতে শেষ স্লাইডটি দেখুন... এবং তারপর এই দীপাবলিকে আরও উজ্জ্বল করে তুলুন।'
ওই পোস্টে সোনাক্ষী জল্পনাকারীদের প্রতি তাঁর বিরক্তি প্রকাশ করলেন। তাঁর এই তীক্ষ্ণ ও রসবোধপূর্ণ জবাবে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কুশা কপিলা এবং শিল্পা শিরোদকরের মতো অভিনেত্রীরাও কমেন্ট বক্সে হাসির ইমোজি দিয়ে সোনাক্ষীকে সমর্থন জানিয়েছেন। এক অনুরাগী মন্তব্য করেছেন, 'সোনা, এটাই তোমার প্রত্যাশিত জবাব ছিল। এবং তোমাদের দু'জনকে সবসময়ই দারুণ লাগে।'
প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ সাত বছরের। ২০১৩ সালে সলমন খানের একটি পার্টিতে তাঁদের প্রথম দেখা হলেও, ২০১৭ সালে 'টিউবলাইট'-এর একটি আফটার-পার্টিতে তাঁদের মধ্যে ভালবাসার সূত্রপাত হয়। দীর্ঘ সম্পর্কের পর ২০২৪ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশনেরও আয়োজন করেন। বর্তমানে এই তারকা দম্পতি তাঁদের বিবাহিত জীবন পুরোপুরি উপভোগ করছেন এবং ঘন ঘন ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। এই ধরনের গুজবকে পাত্তা না দিয়ে, সোনাক্ষী তাঁর 'স্যাভেজ' জবাবের মাধ্যমে বুঝিয়ে দিলেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে যে কোনও জল্পনা কতটা ভিত্তিহীন।
