৬২ বছর আগে, তামিলনাডুর এক গ্রামে জন্ম নিয়েছিলেন শ্রী অম্মা ইয়ঙ্গার অয়্যাপন—যাঁকে আমরা সবাই শ্রীদেবী নামে চিনি। মাত্র চার বছর বয়সে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু, আর তারপর ধাপে ধাপে হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও প্রিয়তমা অভিনেত্রী। ২০১৮ সালে তাঁর আকস্মিক প্রয়াণের খবর শিরোনামে আসতেই ভেঙে পড়েছিল অসংখ্য হৃদয়। সেই শূন্যস্থান আজও পূরণ হয়নি, তবু তাঁর অভিনীত অসংখ্য কালজয়ী ছবির জন্য তিনি আজও বেঁচে আছেন ভক্তদের, সহকর্মীদের এবং পরিবারের হৃদয়ে।প্রায় পাঁচ দশক ভারতীয় চলচ্চিত্র জগতে রাজত্ব করেছেন শ্রীদেবী। শুধু বলিউডের হিন্দি ছবি নয়, শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করে শ্রীদেবী অভিনয় করেছেন তামিল, তেলুগু ও মালয়ালম ছবিতে।
দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রীদেবী ছিলেন প্রযোজক বনি কাপুরের স্ত্রী এবং মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের মা। শেষ দিন পর্যন্ত পর্দায় নিজের যাদুতে বুঁদ করে রেখেছিলেন দর্শকদের। বহু বছর আগে এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল—পরের জন্মেও কি তিনি অভিনেত্রী হতে চাইবেন? হাসিমুখে উত্তর দিয়েছিলেন—“নিশ্চয়ই। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ১০০%।”
অভিনেত্রী হওয়ার বিশেষত্ব কী, জানতে চাইলে শ্রীদেবী আবেগভরে বলেছিলেন, “ প্রশ্ন হওয়া উচিত কোন বিশেষ ব্যাপার নেই এই পেশায়?” এই ইন্ডাস্ট্রিতে দর্শকের কাছ থেকে যে ভালবাসা আর আপন করে নেওয়ার অনুভূতি পাওয়া যায়, তা অন্য কোনও ক্ষেত্রেই পাওয়া যায় না। এত ভালবাসা, এত আশীর্বাদ—এটা সত্যিই অসাধারণ।”
সাম্প্রতিককালে এই সাক্ষাৎকারের ভিডিও ফের ভাইরাল হতেই বার্তা বাক্সে ভেসে এসেছে ভক্তদের ভালবাসা। কেউ লিখেছেন—“একমাত্র প্যান-ইন্ডিয়ান তারকা, যাঁর মতো আর কেউ হবে না।” আরেকজনের মন্তব্য—“কমেডি টাইমিং-এর সেরা অভিনেত্রী। মন খারাপের দিনে ‘রূপ কি রানি’-তে তাঁর দক্ষিণ ভারতীয় সাজার দৃশ্যটা এখনও দেখি।” কেউ বলেছেন—“শ্রীদেবী একটাই ছিলেন, আর একটাই থাকবেন।” এমনকি একজন সরাসরি তাঁকে আখ্যা দিয়েছেন—“সর্বকালের সেরা।”
প্রসঙ্গত, নতুন ছবির কথাবার্তা পাকা হল শ্রীদেবী-কন্যা খুশি কাপুরের। প্রযোজনায় বাবা বনি কাপুর। আইফা অ্যাওয়ার্ডের রেড কার্পেটে মেয়ের নতুন কাজের কথা ফাঁস করলেন বনি কাপুর। তিনি জানান, শ্রীদেবী অভিনীত ছবি 'মম'-এর সিক্যুয়েল নিয়ে ভাবছেন তিনি। ছবির মুখ্য চরিত্রে খুশিকে ভাবছেন বনি কাপুর।
তাঁর কথায়, "জাহ্নবী ও খুশি দুই মেয়েই বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ওদের মা অভিনয় জগতে কাজের যে ছাপ রেখে গিয়েছেন, তাঁর দেখানো দিশায় হেঁটে চলেছে দুই মেয়ে। একদিন ঠিক ওরাও শ্রীদেবীর মতোই নিজের জায়গা গড়ে নেবে দর্শকের মনে।" বনি কাপুর আরও বলেন, "শ্রীদেবীর বায়োপিক তৈরির গুঞ্জন উঠেছিল। কিন্তু এখনই এই বিষয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে 'মম ২' নিয়ে ভাবনা-চিন্তা চলছে। আশা করি, খুশিকে একেবারে অন্যরূপে দেখবেন দর্শক।"
প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল রবি উদায়ার পরিচালিত, শ্রীদেবী অভিনীত ছবি 'মম'। এই ছবিতে অভিনয় করে 'সেরা অভিনেত্রী' বিভাগে 'ন্যাশনাল অ্যাওয়ার্ড' পেয়েছিলেন শ্রীদেবী।
