অবশেষে ফুরলো অপেক্ষা! রাত পোহালেই ‘ধূমকেতু’র আবির্ভাব। অগ্রিম বুকিং শুরু হতেই উপছে পড়েছে ছবির ভাঁড়ার। এবার বাংলা ছবির ইতিহাসে নজির তৈরি করল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবিটি।
১৪ আগস্ট বড়পর্দায় দেখা যাবে ‘ধূমকেতু’। এখনও হাতে প্রায় ২৪ ঘণ্টা। এদিকে অগ্রিম বুকিংয়ে নিরীখে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে ছবিটি। বুধবার একটি পোস্ট করে তেমনই জানিয়েছেন শুভশ্রী। এখনও পর্যন্ত ধূমকেতুর একশোটিরও বেশি শো প্রায় হাউজফুল। টলিউডে কোনও ছবির ক্ষেত্রে এমনটা হয়নি বলেই দাবি নায়িকার।
২০১৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ধূমকেতু’র। নানা কারণে তা হয়ে ওঠেনি। প্রায় এক দশক পরেও যে সেই ছবি নিয়ে উন্মাদনা কমেনি, তা বক্স অফিসের অঙ্কেই দিনের আলোর মতো স্পষ্ট। দর্শকদের সুবিধার্থে মধ্যরাতেও রাখা হয়েছে শো। রায়গঞ্জের প্রেক্ষাগৃহে রাত দুটোয় দেখানো হবে 'ধূমকেতু'। দর্শকদের চাহিদা মেটাতেই এমন বন্দোবস্ত বলে জানিয়েছেন ছবির নির্মাতারা। কলকাতা তো বটেই, শহরতলিতেও দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখার মতো। তাই সকলেই যাতে এই ছবি দেখার সুযোগ পান, তা মাথায় রেখেই মাঝরাতেও শো রাখার ভাবনা। নির্মাতারা জানাচ্ছেন, সেই শোয়ের টিকিট বিক্রির হারও কিছু কম নয়। শুধু তাই নয়, বুক মাই শো অনুযায়ী, খাস কলকাতার মাল্টিপ্লেক্সেও মুক্তির দিন সকাল সাতটা শো পেয়েছে ধূমকেতু। এমনটা বাংলা ছবির ক্ষেত্রে খুব বেশি দেখা যায় না বললেই চলে। আরও একটি ইনস্টাগ্রাম পোস্ট করে শুভশ্রী জানান, দক্ষিণ কলকাতা নবীনা প্রেক্ষাগৃহে প্রথম দু’দিনের সব শো হাউজফুল। বুক মাই শো অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় ছবিটির প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে।
আরও পড়ুন: ২৩-এর জন্মদিনে কোথায় দিতিপ্রিয়া! সহ-অভিনেত্রীকে নিয়ে কুরুচিকর ভিডিও পোস্ট হতেই গর্জে উঠলেন জিতু
শাহরুখ খানের ছবি নিয়ে শেষ এমন উন্মাদনার সাক্ষী থেকেছে শহর। ২০২৩ সালে। কলকাতায় রাত দুটো, ভোর পাঁচটার শোয় দেখানো প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে 'জওয়ান'। বাদশাকে বড় পর্দায় দেখতে থিকথিকে ভিড় জমান অনুরাগীরা। প্রথম ক’দিন সব শো-ই ছিল হাউজফুল। তবে বাংলা ছবির জন্যও যে এমন হতে পারে, তা আরও দীর্ঘ সময় পর মনে করাল 'ধূমকেতু'।
