নিজস্ব সংবাদদাতা: এখন থ্রিলারের গন্ধ চারিদিকে। সিরিজ হোক বা সিনেমা, থ্রিলারের যোগ থাকবেই। আর এই ঘরানা বর্তমানে দর্শকের পছন্দের তালিকার শীর্ষে। তাই দর্শকের পছন্দের কথা মাথায় রেখে আসছে আরও এক থ্রিলার ছবি। নতুন পরিচালক গৌরব মল্লিকের হাত ধরে হিন্দি মাধ্যমে তৈরি হচ্ছে ছবিটি। 

হিন্দি মাধ্যম হলেও রয়েছে টলিউড যোগ। অভিনেতা সুব্রত দত্তকে আরও একবার দর্শক পেতে চলেছেন থ্রিলারের ছকে। টানটান উত্তেজনাপূর্ন এই গল্পে দেখা যাবে অভিনেতা যুধাজিৎ সরকারকেও। এছাড়াও থাকছেন কলকাতার প্রখ্যাত মডেল রাজ গুপ্ত। এবং 'মিরাক্কেল' খ্যাত ভিকি নন্দী। আদ্যপান্ত রহস্যের জালে ঘেরা ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে ছবির নাম 'ওয়াটারফল প্যারাডক্স' দেওয়া হয়েছে। সিবিআই অফিসার 'চক্র দেব বর্মন' পরপর ঘটে চলা খুনের তদন্তে কলকাতার বাইরে যান। এরপর তিনি শিকার হন নানা পরিস্থিতির। এই চরিত্রে দেখা যাবে সুব্রত দত্তকে।

সূত্রের খবর, এই মুহর্তে জামশেদপুরে চলছে ছবির শুটিং। ছবির পুরো কাজ কলকাতার বাইরে হওয়ার কথা। গৌরব মল্লিক যে শুধু ছবির পরিচালনাই করছেন তা নয়। এই ছবির চিত্রনাট্যও তাঁর লেখা। 

চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা 'ওয়াটারফল প্যারাডক্স'-এর। বড়পর্দায় মুক্তির পর ওটিটির পর্দায় আনতে ইচ্ছুক ছবির নির্মাতারা। 

প্রসঙ্গত, একের পর এক থ্রিলার ছবির দুনিয়ায় অভিনয় করে অভিনেতাদেরও পরিচিতি 'রহস্যের নায়ক' হিসেবে থেকে যাচ্ছে। কিন্তু এই ছবির গল্প হতে চলেছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের। পরিচিত ছবির মাঝেও অপরিচিত কাহিনি মনোরঞ্জন করবে দর্শকের। এমনই আশা নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।