নিজস্ব সংবাদদাতা: টিভির পর্দা থেকে যেন হঠাৎ করেই একে একে নিভে যাচ্ছে একাধিক প্রিয় মুখ, প্রিয় জুটি। একদিকে জি বাংলার 'মিঠিঝোরা' শেষ হয়ে গেছে আচমকাই। আর অন্যদিকে, ৩০ জুন শেষ শুটিংয়ের মাধ্যমে বিদায় নিচ্ছে স্টার জলসার ‘রোশনাই’।
২০২৪-এ এপ্রিল মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। এক বছরও পার করল না, তার আগেই পর্দা নামছে অরণ্যক ও রোশনাইয়ের গল্পে।
দর্শকদের কষ্ট? সীমাহীন। বিশেষ করে শন অনুষ্কা জুটির ভাঙন তো এখনো অনেকে মেনে নিতে পারেননি। পরে তিয়াসা এলেও, তিয়াসা-শনের রসায়ন জমেছিল ধীরে ধীরে। কিন্তু তাতে কাজ হল কই!
টিআরপি লড়াইয়ে টিকে থাকাটাই যে আসল চ্যালেঞ্জ—তা আবারও প্রমাণ করল রোশনাই। এই সপ্তাহেও সপ্তম স্থানে থাকলেও টপ ৫-এ জায়গা করতে না পারায় কাটল ধারাবাহিকের পর্দা। রোশনাইয়ের ঝলকেই ফিরেছিলেন শন—বড়পর্দা, ওয়েব সিরিজের পর ছোটপর্দায় কামব্যাক। এই ধারাবাহিক চলাকালীনই তিনি শেষ করেছেন উইন্ডোজ প্রযোজিত ছবি ‘রক্তবীজ ২’-এর শুটিং। তবে এবার আবার তিনি ছোটপর্দায় ফিরবেন কি না, তা নিয়ে জোর জল্পনা।
স্টার জলসা একদিকে একাধিক পুরনো ধারাবাহিকের ইতি টানছে, অন্যদিকে ফিরিয়ে আনছে নতুন মুখ। আসছে নতুন ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রানী ভবানী' আর 'লক্ষীর ঝাঁপি'। তবু প্রশ্ন থেকে যায়—প্রিয় মুখদের ছেড়ে, কত তাড়াতাড়ি মন বসবে নতুন গল্পে?
টেলিভিশনের খেলাটা এখন শুধুই সময়ের আর টিআরপি-র, আবেগের জায়গায় এখন বড্ড বেশি হিসেবনিকেশ!
