সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন ধরেই শিরোনামে 'অনুপমা'। কিছুদিন আগেই সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন পর্দার 'অনুপমা' অর্থাৎ রূপালি গঙ্গোপাধ্যায়। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছ থেকে ৫০ কোটি টাকাও দাবি করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সাক্ষাৎকারের মাধ্যমে এর আগে এশা একাধিক অভিযোগে বিদ্ধ করেছেন রূপালিকে। এমনকী, তাঁর বাবা অশ্বিনী কুমার বর্মার সঙ্গে রূপালি পরকীয়ায় জড়িয়েছিলেন বলেও দাবি তুলেছিলেন তিনি। এই বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার কড়া পদক্ষেপ নিয়েছেন পর্দার 'অনুপমা'।

 

এদিকে ভয়ঙ্কর দুর্ঘটনা ধারাবাহিকের শুটিং ফ্লোরে। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার গুরগাঁওর ফিল্ম সিটিতে শুটিং চলছিল। সেই শুটিং চলাকালীনই ঘটে গায়ে কাঁটা দেওয়া ঘটনা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সিরিয়ালের সহকারী চিত্রগাহকের। এরপর যদিও তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। এই ঘটনায় মর্মাহত সিরিয়ালের সকল কলাকুশলী। তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে শর্টসার্কিট হল তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

এর মাঝেই টিআরপির বিচারে বেশ পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। কিন্তু কেন? এবার এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা সুধাংশু পাণ্ডে। এই ধারাবাহিকে দর্শক তাঁকে 'বানরাজ'-এর চরিত্রে দেখছেন। 'অনুপমা'র টিআরপি কমে যাওয়ায় সুধাংশু বলেন, "একটা ধারাবাহিক প্রায় ৪ বছর ধরে চলছে। এত বছরে প্রতি সপ্তাহে টিআরপিতে প্রথম স্থান অধিকার করাটা একটু অভাবনীয় বিষয়। টিআরপির ওঠাপড়া খুব সাধারণ ঘটনা। এটা না হলে ধারাবাহিকে কাজের মজাটা চলে যায়।"