টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
হলিউড নায়িকাকে ৫৩০ কোটির প্রস্তাব বলিউডের
অভিনেত্রী সিডনি সুইনি শিগগিরই হলিউড ছেড়ে বলিউডে পা রাখতে পারেন। শোনা যাচ্ছে, তাঁকে ভারতের অন্যতম ব্যয়বহুল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত পারিশ্রমিক ৫৩০ কোটিরও বেশি।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি প্রযোজনা সংস্থা সিডনিকে ৪৫ মিলিয়ন পাউন্ডের (৫৩০ কোটিরও বেশি) চুক্তির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ৩৫ মিলিয়ন পাউন্ড (৪১৫ কোটিরও বেশি) সরাসরি পারিশ্রমিক এবং ১০ মিলিয়ন পাউন্ড (১১৫ কোটিরও বেশি) স্পনসরশিপ চুক্তি হিসাবে দেওয়ার কথা বলা হয়েছে। প্রযোজকরা মনে করছেন, সিডনির বিশ্বজোড়া জনপ্রিয়তা এই ছবিকে আন্তর্জাতিক বাজারে আরও বড় দর্শকপ্রিয়তা এনে দেবে।
খবরে আরও বলা হয়েছে, ছবিতে সিডনি এক তরুণ আমেরিকান তারকার ভূমিকায় অভিনয় করবেন, যিনি একজন ভারতীয় সেলিব্রিটির প্রেমে পড়েন। ছবিটির শুটিং শুরু হবে ২০২৬ সালের শুরুর দিকে। এবং নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন ও দুবাইসহ একাধিক স্থানে শুট হবে।
আমলকে বকুনি গওহরের
বিগ বস ১৯ শুরু থেকেই দর্শকদের জন্য টানটান নাটকীয়তা পরিবেশন করছে। এই সপ্তাহে সুরকার আমল মালিক বাড়ির ক্যাপ্টেন হয়েছেন এবং সকলের কাজের দায়িত্ব নতুন করে বন্টন করেছেন। তবে রান্নাঘরে আদেশ দেওয়া নিয়ে তাঁর সঙ্গে অভিনেত্রী কুনিক্কা সদানন্দের তীব্র বাগবিতণ্ডা হয়েছে। শোয়ের প্রাক্তন বিজয়ী গওহর খান আমলের বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন, বিশেষ করে কুনিক্কার সঙ্গে তাঁর ব্যবহার নিয়ে।
গওহর এক্স-এ (পূর্বের টুইটার) লিখেছেন, ‘হ্যাঁ, উনি বেছে বেছে কথা বলেন, খুঁতখুঁতে আর তাঁর নির্দেশনা দেওয়ার ধরণও হয়তো বিরক্তিকর, কিন্তু আমার খুব খারাপ লাগে, যেভাবে বেশিরভাগ মানুষ কুনিকাজির সঙ্গে কথা বলা হয়, তা দেখে। ওঁর বয়স ৬১, অন্তত একটু তো খেয়াল রাখা উচিত টোনের ব্যাপারে। আমল কর্তৃত্ব সামলাতে পারেন না। অথচ কর্তৃত্বের সঙ্গে দায়িত্বও আসে।”
ভিকির রক্ষাকবচ অঙ্কিতা
অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী এবং ব্যবসায়ী ভিকি জৈন দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এখন তিনি বাড়ি ফিরেছেন। অঙ্কিতা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং কুনজর কাটানোর জন্য আচারও সম্পন্ন করেন। তিনি জানান, ভিকি এখন সুস্থ আছেন। আর এতে তিনিও খানিক স্বস্তি পাচ্ছেন।
অঙ্কিতা তাঁর ইউটিউব ভ্লগে এই আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ভিডিওতে দেখা যায়, ভিকির হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার আগে অঙ্কিতা সেখানে তাঁর জন্য চা তৈরি করছেন।
পরে বাড়ি ফেরার সময় অঙ্কিতা ভিকিকে স্বাগত জানান। প্যাস্টেল সবুজ সালোয়ার-কামিজ পরে, মাথায় ওড়না নিয়ে তিনি এক হাতে স্টিলের থালা, গ্লাস এবং আচার-অনুষ্ঠানের অন্যান্য সামগ্রী ধরে আচার পালন করেন। অন্য দিকে, ভিকিকে দেখা যায় সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে দরজায় দাঁড়িয়ে আছেন।
ভিকির সুস্থতা নিয়ে অঙ্কিতা বলেন, “আমাদের জীবনে একটা ছোট দুর্ঘটনা ঘটেছে। যার শিকার ভিকি। ভিকির অস্ত্রোপচার হয়েছে। এখন সে একেবারেই সুস্থ। আমি খুব খুশি যে সে ফিরেছে। চিকিৎসকেরা ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।”
