নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির সুপারস্টারদের তালিকায় বহুদিন আগেই নিজের জায়গা করে নিয়েছেন দেব। ছক ভাঙা চরিত্রে অভিনয় করেও একজন দক্ষ অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। রাজনীতির ময়দান থেকে ছবির দুনিয়ায় নিজের যাত্রাপথ মসৃণ করে নিয়েছেন অভিনেতা। অনেকদিন পর ফের চেনা ছন্দে ফিরছেন দেব। সৌজন্যে আসন্ন ছবি 'খাদান'।
কিছুদিন আগেই ছবির প্রথম গানে নিজের লুক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেব। এবার বলিউডি ছবির স্টাইলেই মুক্তি পেল খাদানের প্রথম গানের টিজার। দেব সোশ্যাল মিডিয়ায় গানের টিজার শেয়ার করে জানিয়েছেন গান মুক্তির দিনক্ষণ। আর মাত্র একদিন পরেই ফের দর্শকের সামনে পুরনো মেজাজে ধরা দেবেন দেব। অর্থাৎ আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে 'খাদান'-এর প্রথম গান।
গানের টিজারে বলিউডি স্টাইলে দেবের এন্ট্রি আর মহাদেবের সামনে আরতি করার কয়েক সেকেণ্ডের দৃশ্যই ঝড় তুলেছে তাঁর অনুরাগীদের মনে। 'রাজার রাজা' গানে এক হাতে ঘণ্টা ও অন্য হাতে প্রদীপ নিয়ে নাচের তালে আসর জমাবেন দেব। নটরাজ মূর্তির সামনে নাচলেন দেব। অনেকদিন পর দেবকে চেনা মেজাজে দেখলেন দর্শক। গানের টিজার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে দেব লেখেন, 'পুরনো দিনে ফিরে যাওয়া যাক। প্রায় ১০ বছর আবার নাচ করলাম। আশাকরি আপনার পুরনো দেবকে ফিরে পাবেন।'
প্রসঙ্গত, সুজিত দত্তের পরিচালনায় আসতে চলেছে ‘খাদান’। প্রযোজনা অবশ্য একা সুরিন্দর ফিল্মস নয়, প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সও। ছবিতে দেবের সঙ্গে পাল্লা দিয়ে থাকছেন যিশু সেনগুপ্তও। দেখা যাবে ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্যের মতো তারকাদের।
