আবারও সম্পর্কের টানাপোড়েনের গল্প উঠে আসবে বড়পর্দায়। রোহন সেন পরিচালিত ‘কন্যা’য় ফুটে উঠবে দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে তৈরি হওয়া একটি নতুন গল্প। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার এবং ঋষি কৌশিক অভিনয় করবেন, অভিনয় করবেন অমৃতা দে এবং বিশ্বনাথ বসু। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। যেখানে কিছুটা আঁচ পাওয়া গিয়েছে এই ছবির গল্পের।
টিজারটি শুরু হয় বাড়ির কোনও এক সদস্যকে হাসপাতালে ভর্তি করানোকে কেন্দ্র করে। হাসপাতালের করিডারে আবার মুখোমুখি হয় দুই বোন। বড়বোনের কাছে ক্ষমা চাইলেও সে ক্ষমা করে না, বা করতে পারে না ছোটবোনকে। কিন্তু কী এমন ভুল করে ফেলেছিল সে, যার কোনও ক্ষমা হয় না? দুই বোনের মনোমালিন্য থেকে শুরু করে এক অজানা টানাপোড়েন ফুটে উঠবে এই ছবির গল্পে। বাস্তবের ছায়াও যেন এই ছবিতে দেখতে পাবেন দর্শক।
প্রসঙ্গত, 'বল্লভপুরের রূপকথা'তে সত্যম ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের জুটি মনে ধরেছিল দর্শকের। ফের সেই জুটি বড় পর্দায় । আবার তাঁরা জুটি বাঁধছেন রোহন সেনের পরিচালনায় 'শেষবেলা' ছবিতে। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং পর্ব। সত্যম একজন শিক্ষক রূপকের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে, সুরঙ্গনাকে একজন অত্যন্ত পরিশ্রমী ছাত্রী, স্বপ্নার চরিত্রে দেখা যাবে। কীভাবে প্রেমে পড়বেন তাঁরা? সেই নিয়েই গল্প এগোবে।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে রোহনের আরও একটি ছবি। একদিকে ইশা সাহা, অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার। মাঝে বন্ধুত্বের সেতু। পরিচালক রোহন সেনের আসন্ন ছবি 'নায়িকা'তে টলিউডের এই দুই তাবড় অভিনেত্রীকে এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যেই শেষ এই ছবির শুটিংও।
প্রসঙ্গত, 'নায়িকা'র গল্পে দেখা যাবে, এক জন চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী। অন্য জন গৃহবধূ। সমাজের বিপরীত মেরুর দুই নারী এক সময়ের কাছের বন্ধু ছিল। এরপর তাঁদের ঘটনাচক্রে দেখা হয়। তারপর বদল ঘটে দুজনের জীবনেই। এই নিয়েই এগোয় গল্প। ছবিতে ইশার চরিত্রটির নাম 'রায়া'। অন্য দিকে, গৃহবধূ প্রিয়াঙ্কার চরিত্রের নাম 'সোহিনী'। দুই অভিনেত্রীর দু'জনেই সিনেমা থেকে সিরিজের জগতে নিজের জায়গা পাকা করেছেন। এবার তাঁদের পর্দায় নতুনভাবে চিনবেন দর্শক।
অন্যদিকে, নায়িকাদের মাঝে একমাত্র নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে ছোটপর্দায় পরিচিত মুখ রেজওয়ান রব্বানি শেখকে। সূত্রের খবর, ইশা সাহার বিপরীতে দেখা যাবে রেজওয়ানকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার ও শুভ্রজিৎ দত্ত।
