নিজস্ব সংবাদদাতা: ১০০০ পর্বের পর ফের টিআরপি-তে প্রথম স্থানে জি বাংলার ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। যদিও এই স্থানে একা নেই সে, সঙ্গী স্টার জলসার 'পরশুরাম'। 'বাংলা সেরা' হয়ে চলতি সপ্তাহে দুই মেগা যৌথভাবে পেয়েছে ৬.৬ নম্বর। 

 

 

দ্বিতীয় স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'‌‌। গল্পের মোড়ে অনেকটাই নম্বর বেড়েছে এই মেগার। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২। তৃতীয় স্থানে জি বাংলার দুই ধারাবাহিক। 'ফুলকি' ও 'পরিণীতা'। প্রথমদিকে দুই মেগাই চূড়ান্ত ফল করলেও এখন আর নিজের হারানো জায়গা কিছুতেই ফিরে পাচ্ছে না তারা। চলতি সপ্তাহে দুই মেগার প্রাপ্ত নম্বর ৫.৯। 

 


চতুর্থ স্থানেও পরপর দু'টি ধারাবাহিক। এগিয়ে এসেছে জলসার 'গৃহপ্রবেশ' ও 'চিরসখা'। তাদের প্রাপ্ত নম্বর ৫.২। পঞ্চমেও রয়েছে জোড়া ধারাবাহিক। ৪.৯ নম্বর পেয়ে এই স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার' ও 'কথা'। গত সপ্তাহের তুলনায় একটু নম্বর বেড়েছে কথা-এভির। 

 

ষষ্ঠ স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে' ও 'অনুরাগের ছোঁয়া'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৭। এবার সপ্তমে ৩.৯ পেয়ে রয়েছে 'গীতা এলএলবি'।‌ নতুন চমকেও পিছিয়ে রয়েছে এই ধারাবাহিক। তাই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। অষ্টমে ৩.৬ নম্বর পেয়ে রয়েছে 'মিত্তির বাড়ি'। নবমেও জোড়া ধারাবাহিক। ২.৭ নম্বর পেয়ে রয়েছে 'দুগ্গামণি ও বাঘমামা' এবং 'তুই আমার হিরো'। দশমে রয়েছে 'শুভ বিবাহ' ও 'রোশনাই'। প্রাপ্ত নম্বর ২.৪।‌

 

প্রসঙ্গত, চলতি সপ্তাহে টিআরপি-তে বেশিরভাগ জোড়া মেগা। তবে আগের তুলনায় নম্বর খানিকটা কমেছে প্রতিটি ধারাবাহিকের।