নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করল 'জগদ্ধাত্রী'। গল্পের নতুন মোড়ে, নয়া চমকেই বাজিমাত এই মেগার। টিআরপি-তে ৭.৫ নম্বরে এবার 'ফার্স্ট গার্ল' 'জগদ্ধাত্রী'। দ্বিতীয় স্থানে জি বাংলার জোড়া ধারাবাহিক। 'পরিণীতা' ও 'ফুলকি'র যৌথভাবে প্রাপ্ত নম্বর ৬.৯। বেশ কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থানে 'পারুল-রায়ান' থাকলেও গত সপ্তাহ থেকে নম্বর কমেছে তাদের জুটির। একই দশা 'ফুলকি'রও।
তৃতীয় স্থানে স্টার জলসার 'পরশুরাম'। শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই মেগা। এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৫.৯। চতুর্থ স্থানে নিজের জায়গা এবারেও ধরে রাখল 'রাঙামতি তীরন্দাজ'। টিআরপি-তে পেল ৫.৮ নম্বর। পঞ্চমে ৫.৪ পেয়ে রয়েছে 'গীতা এলএলবি'।
ষষ্ঠতে স্টার জলসা ও জি বাংলার দুই মেগা। ৫.৪ নম্বরে এই স্থানে রয়েছে 'গৃহপ্রবেশ' ও 'চিরদিনই তুমি যে আমার'। বড় চমক দিয়েও হাল ফিরল না 'কথা'র। চলতি সপ্তাহে ৫.২ নম্বর পেয়ে সপ্তমে রয়েছে এই ধারাবাহিক। অষ্টমে ৫.০ নম্বরে 'চিরসখা'। নবমে রয়েছে 'শ্যামলী-অনিকেত'-এর গল্প 'কোন গোপনে মন ভেসেছে'। এই মেগার প্রাপ্ত নম্বর ৪.৯। দশমে ৪.৫ পেয়ে যৌথভাবে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'।
চলতি সপ্তাহে নম্বরের তেমন ফারাক না হলেও বদলেছে ধারাবাহিকের প্রাপ্ত স্থান। নিত্যনতুন মোড়ে দর্শকের মন কাড়তে পারছে না এক সময়ের জনপ্রিয় মেগা। যদিও নতুনদের টেক্কা দিয়ে উঠে আসছে পুরনো ধারাবাহিকও। এদিকে, আসছে আরও নতুন গল্প। আগামীতে টিআরপি-র হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করবে কে? এখন সেটাই দেখার।
