আজকাল ওয়েবডেস্ক: নতুন ছবিতে জিতু কামাল। নতুন বাংলা ছবি ‘এরাও মানুষ-দ্য সার্চ উইদিন’-এর কাজ শুরু করলেন জনপ্রিয় অভিনেতা। নিজেই ফেসবুকে একাধিক ফটো এবং চিত্রনাট্যের ছবি পোস্ট করে নতুন ছবির কথা ঘোষণা করেছেন তিনি। নিজের পোস্টে জিতু লিখেছেন, “নতুন যাত্রা, নতুন শুরু, নতুন আমি। দর্শককে ধন্যবাদ, মহাবিশ্বকে ধন্যবাদ, জয় মহাদেব।”
চিত্রনাট্যের প্রথম পাতার যে ছবি জিতু পোস্ট করছেন তাতে দেখা যাচ্ছে, ছবির দুই পরিচালক অমিত তালুকদার এবং সাই প্রকাশ লাহিড়ি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিপাশা লাহিড়ি। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এই ছবিতে জিতুর বিপরীতে থাকবেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফলে এই নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধতে দেখা যাবে জিতু এবং শ্রাবন্তীকে।
জানা গিয়েছে, মূলত থ্রিলারধর্মী প্লট হলেও, মানব মনের অন্যান্য দিকও দেখা যাবে ছবিতে। সাই বিঘ্নেশ প্রোডাকশনের ছাতার নীচে তৈরি হবে ছবিটি। প্রসঙ্গত, চলতি বছরের ভালবাসা দিবসে মুক্তি পেয়েছিল জিতু-শ্রাবন্তী অভিনীত ‘বাবুসোনা’। হালকা মেজাজের সেই রমকম যদিও দর্শকের মন খুব একটা জয় করতে পারেনি। মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে সেই সময় নায়ক-নায়িকার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। টলিপাড়ায় গুঞ্জন ছিল, একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন জিতু-শ্রাবন্তী। তাঁরা যদিও এ বিষয়ে মুখ খোলেননি। নিজেদের রসায়নকে দিয়েছিলেন বন্ধুত্বের তকমা। এবার দুই তারকার জুটি কতটা জমে তার দিকে তাকিয়ে অনুরাগীরা।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের
আপাতত জিতুকে দেখা যাচ্ছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর রসায়ন চোখে পড়ার মতো। কয়েদিন আগে যদিও বিতণ্ডায় জড়িয়েছিলেন দু’জনে। ৪ আগস্ট রাতে একটি পোস্ট দিয়ে কোনও রকম নাম না করেই ২২-এর নায়িকা জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। পাল্টা দিয়েছিলেন জিতুও। দিতিপ্রিয়ার সঙ্গে যাবতীয় কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে আত্মপক্ষ সমর্থনে নামেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য। তারপরেই টেলিপাড়া থেকে দর্শকমহল- দু’ভাগে বিভক্ত হয়ে যান অনেকেই। তবে শোনা যাচ্ছে সেই মনোমালিন্যের অবসান ঘটেছে। একসঙ্গেই কাজ করছেন দু’জন।
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি
অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ‘দেবী চৌধুরানী’ ছবিতে। পুজোয় মুক্তি পাওয়া এই ছবিতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। বাণিজ্যিক ভাবে মোটামুটি সফল ছবিটি। বঙ্কিমচন্দ্রের উপন্যাস নির্ভর ছবিটিতে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নায়িকা। ‘দেবী চৌধুরানী’তে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর কথায়, “শ্রাবন্তী কতটা ভাল অভিনয় করে, তা এতদিনে আমরা সকলেই দেখেছি। সব ধরনের ছবিতেই ও খুব সাবলীল। কিন্তু দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে।”
