হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেত তুলে নিতে হয় শিক্ষা দেওয়ার জন্য। আসছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' স্টার জলসায়। আট বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।‌ বড়পর্দায়, ওয়েব সিরিজে নিজের জায়গা পাকা করেছেন স্বস্তিকা। এর আগে নায়িকা জানিয়েছিলেন, এই মুহূর্তে ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন না তিনি। তবে স্নেহাশীষ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজ-এর প্রস্তাব ফেরাতে পারেননি স্বস্তিকা। 

 

 

 

 

স্টার জলসার আসন্ন ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'-তে নামভূমিকায় দেখা যাবে তাঁকে। জানা যাচ্ছে, এই মেগায় স্বস্তিকার বিপরীতে দেখা যাবে এক নতুন মুখকে। ইতিমধ্যেই জানা গেল এই মেগায় নেতিবাচক চরিত্রে কাকে দেখা যাবে! দর্শকের কাছে চেনা মুখ তিনি। 'গীতা এলএলবি'র কৃপাণ ফিরছে নতুন চরিত্রে। অর্থাৎ অভিনেতা সৌমক বসুকে দেখা যেতে চলেছে এই ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে। 

 

 

 

 

 

স্বস্তিকার বিপরীতে যে নায়ক থাকবেন তাঁর ভাইয়ের চরিত্রে দেখা যাবে সৌমককে। 'কৃপাণ'-এর লুক সরিয়ে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন সৌমক। কলেজের বাউণ্ডুলে এক ছেলের চরিত্রে দেখা যাবে তাঁকে। যার সঙ্গে বিদ্যা ব্যানার্জির সংঘাত হবে। আগামীতে কোন দিকে মোড় নেবে সৌমকের চরিত্রটি তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। 

 

 

আরও পড়ুন: বাড়িতে মিথ্যে বলে পানশালায় মত্ত লোকেদের সামনে গাইছে বাড়ির বউ! বরের নজরে আসতেই কী পরিণতি হল? 

 

 

এদিকে আট বছর পর স্টার জলসায় ফিরে স্বস্তিকা যেন চমক দিলেন। এই প্রসঙ্গে আজকাল ডট ইনকে অভিনেত্রী বলেন, "সবাই বলছেন এত বছর পর ছোটপর্দায় ফিরছি, তবে আমি বলব অভিনয়ের ক্ষেত্রে বড়, ছোট, মাঝারি পর্দা কোনওকিছুই কিন্তু প্রতিভাকে আটকায় না। আমি তো চরিত্র দেখে অভিনয় করি, কোনও মাধ্যম দেখে নয়। এই গল্পটা স্নেহাশীষদা এত যত্ন করে আমায় ভেবেই লিখেছেন, যে আর না করতে পারিনি।"

 

 

 

 

স্বস্তিকা আরও বলেন, "ভাল চরিত্রের লোভী আমি। তাই এই চরিত্রটা পেয়ে লোভ সামলাতে পারিনি‌। অভিনেত্রী স্বস্তিকা, শুধু ভাল সুযোগের অপেক্ষায় থাকে। যেখানে নিজের অভিনেতা সত্তা নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়।"

 

 

 

 

 

প্রসঙ্গত, এই গল্পটি নারীকেন্দ্রিক। স্বস্তিকাকে দর্শক দেখবেন একেবারে কড়া শিক্ষিকার ভূমিকায়। যাঁকে দেখে শ্রদ্ধার পাশাপাশি ভয়ও হয়। অশিক্ষা এবং অসভ্যতা কোনওটাই যিনি মেনে নিতে পারেন না। তাই কড়া হাতে দুষ্টের দমনে পিছপা হন না বিদ্যা ব্যানার্জি। জানা যাচ্ছে, স্বস্তিকার বিপরীতে দেখা যাবে এক নতুন মুখকে। কার সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী? তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নায়িকার অনুরাগী মহল।