দশমীতে দেবী দুর্গাকে বরণের পর থেকেই বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন অভিনেত্রী চাঁদনী সাহা। গোপনে কি বিয়ে করেছেন চাঁদনী? কেন এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে? বৃহস্পতিবার, দশমীতে দুর্গা প্রতিমাকে বরণ করার পর সমাজমাধ্যমে কিছু ছবি ভাগ করে নেন চাঁদনী। যেখানে দেখা যাচ্ছে লাল শাড়ি পরা চাঁদনীর সিঁথি জুড়ে সিঁদুর, সঙ্গে লাল টিপ এবং হাতে শাখা-পলা।তাঁকে দেখে মনে হচ্ছে যেন সদ্য বিবাহিত অভিনেত্রী। 

 


এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার পর অনেকেই চাঁদনীকে জিজ্ঞাসা করেন তিনি বিবাহিত কিনা, কেন সিঁদুর পরেছেন? কিন্তু জবাব দেননি তিনি। আজকাল ডট ইনের পক্ষ থেকে চাঁদনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "একেবারেই বিয়ের সম্পর্কিত কোনও বিষয় নয়। আমার সিঁদুর পরতে খুব ভাল লাগে তাই এদিন পরেছিলাম। শুটিংয়ে বিভিন্ন চরিত্রের কারণে মাঝে মধ্যেই আমাদের সিঁদুর পড়তে হয়, এই লুক আমার জন্য নতুন নয়। তবে আমার মনে হয় সিঁদুর পড়লে সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। অনেকেই সিঁদুর পরতে পছন্দ করেন না, সেটা তাঁদের সিদ্ধান্ত। যারা পরতে ভালবাসেন তাঁরা পরবেন যাঁরা ভালবাসেন না তাঁরা পরবেন না। এর মানে আবার এমন নয় যে বিয়ের পর আমি সিঁদুর পরবই, হয়তো কিছু বছর পরার পর আমার নাও ইচ্ছে হতে পারে।"

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Chandni Saha (@sahachandniofficial)