চলতি বছর মার্চ মাসে দ্বিতীয়বার মা হয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছেলের জন্ম দিয়েছিলেন তিনি। দেখতে দেখতে ৬ মাস হয়ে গেল। রবিবার খুদের অন্নপ্রাশন। তবে তার আগে তাকে হলুদ মাখিয়ে স্নান করানোর রীতি রয়েছে। গায়ে হলুদের আগে মায়ের আদরের ফড়িং বাবু কেমন সাজলো? সেই ভিডিও সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

 


মানসী রবিবার সকালে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় একরত্তি সোনার চেন, সোনার বালা, আংটি তে সেজে উঠেছে। ভিডিওর শুরুতেই দেখা যায় সবাই মিলে তাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরপর আসল অনুষ্ঠানের আয়োজন শুরু।

 

আরও পড়ুন: বিয়ের দৃশ্যের শুটিং করতে গিয়ে নায়িকার সিঁথিতে সত্যিই সিঁদুর পরিয়ে দিলেন ছোটপর্দার নায়ক! তুলকালাম কাণ্ড এই মেগার সেটে

 

এদিন মানসীকে দেখা গেল গরদের শাড়িতে। সঙ্গে মানানসই সোনার গয়না। আয়োজনের মাঝে যেন নাজেহাল অবস্থা অভিনেত্রীর। ছেলের অন্নপ্রাশন যেন নয়, ছেলের বিয়ের মতোই জাঁকজমকপূর্ণ আয়োজন করেছেন অভিনেত্রী। 

একরত্তির অন্নপ্রাশনের মেনুতে ছিল বাঙালি ও ফিউশনের ছোঁয়া। প্রথমে রেশমি কাবাব, পকোড়া, কফি দিয়ে শুরু। এরপর মধ্যাহ্নভোজে চানা মশলা, বাটার নান, পিস পোলাও, ইলিশ ভাপা, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর শেষ পাতে আইসক্রিম। 

 

আরও পড়ুন: গয়না চুরির অপবাদ এসে পড়ল ছোটপর্দার এই নায়িকার উপর! তুমুল অশান্তি জনপ্রিয় ধারাবাহিকের সেটে

 

এদিন ভীষণ 'ব্যস্ত মা' মানসী। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "ছেলের বিয়ে মনে হচ্ছে। শুধু বউটাই যা নেই। ছেলের বিয়েতে মায়ের যেমন অবস্থা হয়, আমারও ঠিক সেই দশা। সকালে খুব সুন্দর করে সেজেগুজে এসেছিলাম, আর এখন সব সাজ নষ্ট হয়ে গিয়েছে। ছেলের বয়স তো দেখতে দেখতে বেড়ে গেল, এখন চিন্তা হচ্ছে আমিও তো বুড়ি হয়ে যাচ্ছি। আমার ছেলে-মেয়ে যত বড় হবে, আমারও তো বয়স বাড়বে! তাই এই চিন্তাটা মাথায় ঘুরছে‌।"

ছেলের জন্মের কয়েকমাসের মধ্যেই কাজে ফিরেছেন মানসী। ইতিমধ্যেই তিনি 'রাণী ভবানী' ধারাবাহিকে কাজও শুরু করেছেন। এখন অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমে ভ্লগও করেন তিনি। অভিনেত্রীর ভ্লগে উঠে আসে তাঁর ছেলে-মেয়ের নানা মিষ্টি মুহূর্ত। সঙ্গে বোনেদের নিয়ে খুনসুটি করতেও দেখা যায় মানসীকে। সব মিলিয়ে এখন দারুণ সময় কাটছে অভিনেত্রীর।