নিজস্ব সংবাদদাতা: কয়েক মাস আগেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, মুম্বাইতে তাঁরা প্রায়ই একসঙ্গে থাকেন। নিজের নতুন সংসার বিয়ের আগে থেকেই গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী। তবে কবে বিয়ে করছেন তা এখনও সরাসরি জানাননি ঋতাভরী।
এবার এক অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিয়ের সময় জানিয়ে দিলেন অভিনেত্রী, তবে সেটা নিছক মজা নাকি সত্যিই, সেই বিষয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। প্রথমদিকে তেমন ভাবে বলতে না চাইলেও পরে সামাজিক মাধ্যমে নিজের প্রেমিককে প্রকাশ্যে আনেন ঋতাভরী, মুম্বাইবাসী সুমিতকে প্রায়ই কলকাতায় ঋতাভরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এই সম্পর্কে যে দারুন খুশি অভিনেত্রী তা বেশ বোঝা যায়। তবে বিয়েটা কবে করছেন তা জানতে চান অনেকেই।
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ বিরাট পুরুষাঙ্গ দুলিয়ে কুপ্রস্তাব দেন বিখ্যাত ‘খান’! বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক শার্লিন চোপড়া
এর আগেও এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী, নিজের সম্পর্ক কখনই লুকিয়ে রাখেননি অভিনেত্রী। প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার পরিবারের একাধিক ছবিও দেখা গিয়েছিল সামজমাধ্যমে। তবে সেক্ষেত্রে বিয়ের কথা হয়ে গেলেও শেষ পর্যন্ত পিঁড়ি পর্যন্ত গড়ায়নি বিষয়টি। এক বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের আগে তিনি নিজেই বিশেষ কারণে বিয়ে ভেঙে দিয়েছিলেন।
ঋতাভরী জানান, আসলে ভাল থাকাটা খুব গুরুত্বপূর্ণ। নিজের মা বাবার সম্পর্ক চোখের সামনে দেখেছেন ঋতাভরী। তাই ভুল সম্পর্ক নিয়ে এগোনোর কথা কখনওই দ্বিতীয়বার ভাবেননি ঋতাভরী। তবে অবশেষে মনের মতো মানুষ হিসাবে সুমিতকে খুঁজে পেয়েছেন তিনি। সুমিতকে পেয়ে যে দারুন খুশি এবং পরিপূর্ণ ঋতাভরী, তা আর বলার অপেক্ষা রাখে না। সামাজিক মাধ্যমে তাদের দারুন কিছু মুহূর্তের ছবি মাঝেমধ্যেই পোস্ট করেন ঋতাভরী। এখন মুম্বই এবং কলকাতা দুই জায়গাতেই রয়েছে ঋতাভরীর সংসার। দুই বাড়ি এবং দুই পরিবার নিয়ে দারুন সব মুহূর্ত কাটান তিনি। সুমিতের সঙ্গে সম্পর্কের কিছুদিনের মধ্যেই আংটি বদল করেন অভিনেত্রী। যদিও তা আগে থেকে কাউকেই টের পেতে দেননি তিনি। পরিবারের প্রিয়জন এবং কাছের বন্ধু,বান্ধবদের নিয়ে এই অনুষ্ঠান সারেন অভিনেত্রী ঋতাভরী।
মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথা বলেন ঋতাভরী, তাদের নানান প্রশ্নের উত্তর বেশ মজা করেই দিয়ে থাকেন তিনি। এদিন এমনই এক অনুরাগী ঋতাভরীকে প্রশ্ন করেন ‘কখন বিয়ে করছেন?’ এই প্রশ্নের উত্তর মজা করেই দেন ঋতাভরী। তিনি জানান আটটা বেজে পাঁচ মিনিটে। অর্থাৎ তারিখের কথা উল্লেখ না করে প্রশ্ন অনুযায়ী সময় বলেন তিনি। ঋতাভরীর এই উত্তর দেখার পর থেকেই অনেকে মনে করছেন তবে কী সত্যিই এই লগ্নেই বিয়ে করতে চলেছেন ঋতাভরী? যদিও এই ব্যাপারে নির্দিষ্ট ভাবে কিছুই জানা যায়নি। আবার অনেকের মতে, নিছক মজা করে এই উত্তর দিয়েছেন অভিনেত্রী। আসলে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের জীবনের এই বিশেষ দিনের কথা সবসময়ই জানতে চান তাদের অনুরাগীরা, অনেকেই আগে থেকে বলে দিলেও কেউ কেউ পুরো বিষয়টা গোপন রাখেন। বিয়ের ব্যাপারে যেমন এখনই কিছু জানাননি ঋতাভরী। দিদি চিত্রাঙ্গদা অনেকদিন আগেই সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করেছেন, এবার বোন ঋতাভরীর বিয়ের অপেক্ষায় রয়েছেন সকলে।
