আজকাল ওয়েবডেস্ক: প্রথমে আচমকা এনগেজমেন্ট তারপরই আইনি বিয়ে। অভিষেক বসু ও শার্লি মোদকের বিয়ের খবর চমকে দিয়েছিল টলিউডের অনেককেই। বিয়ের কথা একেবারেই গোপনে রেখেছিলেন তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরুর পরই বিয়ের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। কিন্তু তিন মাস যেতে না যেতেই তাল কাটল সম্পর্কের!
আইনি বিয়ের পর পাহাড়ে হানিমুন সারতে যান অভিষেক-শার্লি। সেই হানিমুনের দৃশ্য যেন উঠে এসেছিল রম-কম সিনেমার থেকে। ফিরে এসে ‘ফুলকি’ ধারাবাহিকে কাজ শুরু করেন অভিষেক। তবে সেই ধারাবাহিক থেকে ছুটি নেন শার্লি। বিয়ের পর কি তবে সংসার নিয়ে ব্যস্ত শার্লি? অনেকের মনেই ছিল এই প্রশ্ন। কিন্তু তা নয়। জীবনের নতুন অধ্যায় শুরুর পর এবার শুরু করলেন নতুন কাজ। জি বাংলার ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে এবার থেকে 'মধুবনী'র চরিত্রে দেখা যেতে চলেছে শার্লিকে।
কিন্তু বিয়ের তিন মাস যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন নবদম্পতিকে ঘিরে। এ দিনে দু’জন সমাজমাধ্যমে এমন পোস্ট দেন যা দেখে আরও বেড়ে যায় সেই গুঞ্জন। শার্লি স্ট্যাটাস দেন, ‘নাথিং ইজ পার্মানেন্ট’। অর্থাৎ কোনও কিছুই চিরস্থায়ী নয়। অন্যদিকে পাল্টা পোস্ট দিয়েছেন অভিষেকও। লিখেছেন, ‘সামথিংস ব্রেক ইয়োর হার্ট বাট, ফিক্স ইয়োর ভিশন’। অর্থাৎ কিছু জিনিস তোমার মন ভেঙে দেয় কিন্তু দৃষ্টি স্বচ্ছ করে দেয়। এই পোস্ট পাল্টা পোস্ট দেখেই কেউ কেউ মনে করছেন তবে কি তিন মাস যেতে না যেতেই মনোমালিন্য দেখা দিল তারকা দম্পতির মধ্যে? সংসার ঠিকমতো গড়ার আগেই ভাঙনের চিহ্ন দেখা দিচ্ছে না তো? উত্তর দেবে সময়ই।
