প্রায় এক যুগ পরে ফের পাশাপাশি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জায়গা, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ। কারণ, তাঁদের অভিনীত আপাত শেষ ছবি ধূমকেতু ছবির মুক্তি পাওয়া বা প্রচার ঝলক অনুষ্ঠান। আর গোটা ঘটনার সাক্ষী থাকল এই জুটির অনুরাগীদের থিকথিকে ভিড়। এবং অবশ্যই সমাজমাধ্যমে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে থাকা দর্শক। 

 

 

 

সোমবার সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে রাস্তা ছিল ভিড়ে ঠাসা। প্রেক্ষাগৃহের দরজা খুলে দিতেই এক লহমায় তা ভর্তি হয়ে যায় দর্শকে। এরপর প্রেক্ষাগৃহে আলাদাভাবে ঢুকলেও মঞ্চে একসঙ্গে হাজির হন দেব-শুভশ্রী। চারিদিকে শুধুই চিৎকার। এরপর গান, খুনসুটি চলার পাশাপাশি শুরু হয় ধূমকেতু নিয়ে কথা। এবং অবশ্যই পরস্পরকে নিয়েও। বহু অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল 'ধূমকেতু'র ট্রেলার। 

 

আরও পড়ুন: একসঙ্গে নাচ থেকে হাসিমুখে ছবি, দূরত্ব কি সত্যিই মিটে গেল? 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান শেষে একসঙ্গে কী করলেন দেব-শুভশ্রী? 

 

ট্রেলার শুরু হতেই শুভশ্রী ভানু বলে চিৎকার করে কাউকে ডাকছেন। এই ভানু কে? ভানু আর কেউ নন, স্বয়ং দেব। এরপরই দেখা যাচ্ছে রুদ্রনীলের সামনে একজন বয়স্ক ভদ্রলোক একেবারে যুবকদের মতো শরীর চর্চা করছেন। রুদ্রনীলের আর বুঝতে বাকি থাকে না, এই বয়স্ক ভদ্রলোক আর অন্য কেউ নয়, ভানু।বোঝাই যাচ্ছে ভানু সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। কিন্তু ভানুর মৃত্যুর খবর পৌঁছয় তার পরিবারের কাছে। ভানুর অপেক্ষায় দিন কাটায় তার স্ত্রী। কিন্তু ভানু তো বেঁচে? তবে কার থেকে নিজেকে লুকিয়ে রাখছে সে?

 

 

অজস্র প্রশ্নের মাঝে পর্দায় স্পষ্ট হল দেব-শুভশ্রীর রোম্যান্স। প্রিয় জুটিকে আরও একবার পর্দায় রোম্যান্স করতে দেখে আবেগে ভাসলেন অনুরাগীরা। 

 

 

 

 

অনেকেই ভেবেছিলেন ছবির প্রচারের জন্যই এত কিছু, তবে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের শেষে নতুন স্টোরি দেব ও শুভশ্রীর। শুভশ্রীর তোলা সেলফি দু'জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে পোস্ট করলেন, মাত্র এক মিনিটের ব্যবধানে দেব এবং শুভশ্রী এই পোস্ট করেন। অদ্ভুতভাবে সময় মিলে যাওয়ার পাশাপাশি মিলে গেল স্টোরির ক্যাপশন। দু'জনেই সেই ছবি পোস্ট করে লেখেন 'এমনি'। সঙ্গে আবার 'হুমম' লেখেন শুভশ্রীও। মঞ্চে উঠেই প্রথমে দেবকে বন্ধুত্বের প্রস্তাব দেন শুভশ্রী। দেব কারণ জানতে চাওয়ায় তিনি বলেন 'এমনি'। ঠিক যেন চোখের সামনে ভেসে ওঠে 'চ্যালেঞ্জ' ছবির সেই রোমান্টিক দৃশ্য। 

 

 

 

পরে অবশ্য দেব শুভশ্রীকে নাচের প্রস্তাব দেন। এত বছর পর দেবের প্রস্তাব মেনে রোমান্টিক নাচ করেন টলিউডের এই বহু চর্চিত জুটি। 'ধূমকেতু' নাকি কখনওই শুভশ্রীকে ছাড়বে না, এই কথা নিজে মুখে বলেন দেব। এদিন প্রথমবার সামনাসামনি একে অপরের প্রশংসায় পঞ্চমুখ দেব ও শুভশ্রী। একে অপরের জন্য গাইলেন গান। এই ছবি বোধহয় অনেকটা দূরত্ব মিটিয়ে দিল, অপেক্ষার ফল আসলে কতটা ভাল হতে পারে তা প্রমাণ করে দিলে 'ধূমকেতু'। ১০ বছর আগের ও পরের দেব নাকি একেবারেই বদলাননি, এমনটাই দাবি করেছেন সাংসদ অভিনেতা। তবে শুভশ্রীর কথায় এই সময়টায় তিনি অনেকটাই বদলেছেন। এদিন যেন মন খুলে নিজেদের জমে থাকা কথা বলে ফেললেন এক সময়ের প্রাক্তন জুটি। আপাতত ১৪ জুন দেব-শুভশ্রীকে আরও একবার নতুন করে বড়পর্দায় পাওয়ার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। 'ধূমকেতু'র ট্রেলার যেন সেই অপেক্ষাকে আরও বাড়িয়ে দিল।