নিজস্ব সংবাদদাতা: নানা টানাপোড়েনে এগোচ্ছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। দুই মেয়ে আর সূর্যর থেকে দূরে সরে এসেছে দীপা। সোনা তার মাকে চিনলেও তার থেকে বাবাকে দূরে রাখার চেষ্টা করছে। এদিকে রূপা, সোনা ও বাবা সূর্যকে চিনতে পারলেও মাকে এখনও চিনতে পারেনি, অন্যদিকে রূপার প্রতি টান অনুভব করলেও এখনও মেয়েকে ঠিক চেনেনি সেও।
এদিকে রূপা মনে মনে ভাবতে থাকে কেউ একজন রয়েছে যে তার খোঁজ করছে। কিন্তু সেটা কে এটা কিছুতেই বুঝে উঠতে পারে না। কেউ মিথ্যে কথা বলে মিথ্যে পরিচয় দিয়ে তার থেকে তার সমস্ত খবর জানার চেষ্টা করছে। গলাটাও তার চেনা লাগছে। মিশকাকে চিনতে না পারলেও রূপা বুঝে যায় কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে।
সম্প্রতি, ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে, দৃষ্টি ফিরে পেতে বাবার সঙ্গে হাসপাতালে পৌঁছয় রূপা। সেই সময় সেখানে চলে আসে দীপা। এটা একেবারেই সহ্য করতে পারে না সোনা। সে আবারও নিজের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে। গলাটা শুনতে পেয়ে রূপা বুঝে যায় এটা অন্য কেউ নয়, তার মা।
নিজের মায়ের কাছে যাওয়ার আগেই পিছন থেকে মিশকা তাকে বলে, যদি সে সবাইকে সব কিছু বলে দেয় তাহলে কেউ বেঁচে থাকবে না। সবাইকে মেরে ফেলবে সে। এটা শোনা মাত্রই রূপা আর কিছু বলতে পারেনা। তার মাথা ঘুরে যায়। দীপা এসে তাকে ধরে ফেলে। মাকে চিনতে পেরে কী করবে সে? সোনার ভুল ধারণা কী এবার ভাঙতে পারবে তারা? মিশকার ষড়যন্ত্রও কি এবার ফাঁস করবে দীপা-রূপা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
