নিজস্ব সংবাদদাতা: শ্যামলী-আনিকেতের সম্পর্কের টানাপোড়েন দেখতে ভালবাসেন দর্শক। টিআরপিতেও তাই দারুণ ফল করে এই মেগা। গল্প এগোচ্ছে নিত্য নতুন মোড়ে। এর মাঝেই ধারাবাহিক শেষের খবর আসছে। আগামী মাসেই নাকি শেষ হবে এই ধারাবাহিকের শুটিং। এর মাঝেই নতুন মোড় এল গল্পে।

 

 

 

 

নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, শ্যামলী ও অনিকেত ছদ্মবেশে শত্রুর মুখোশ খুলে দেওয়ার জন্য তৎপর হয়েছে। একটা গ্রামের মেলায় বৈষ্ণব বেশে দু'জন এসেছে। সেখানে চুপিসারে নিজেদের কাজ করছে তারা। এদিকে, শত্রুর মুখোমুখি হওয়ার আগেই মাথা ঘুরে পড়ে যায় শ্যামলী। অনিকেত পিছন থেকে তাকে তাড়াতাড়ি এসে ধরে নেয়। 

 

 

 

 

গ্রামের একটি বাড়িতেই শ্যামলীকে নিয়ে ওঠে অনিকেত। সেখানে চিকিৎসক শ্যামলীকে দেখে জানায়, সে অন্তঃসত্ত্বা। এই খবর শুনে খুশিতে চোখ চিকচিক করে ওঠে অনিকেতের। সন্তানকে সুরক্ষিত করতে সে ভাবে যে শ্যামলীকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই বিপজ্জনক জায়গা থেকে বেরোতে হবে। কিন্তু শত্রূপুরী থেকে বেরনোর আগেই অনিকেতের মাথায় আঘাত করে কেউ। তার চিৎকার শুনে শ্যামলী আতঙ্কিত হয়। কী হবে এবার। সন্তান আসার আগেই কি নতুন বিপদ আসবে শ্যামলী-অনিকেতের জীবনে?