নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের শুরুতে ১৯ জানুয়ারি শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রুবেল দাস। বিয়ের পর এখনও পর্যন্ত হানিমুনে যাননি তাঁরা শুটিংয়ের চাপে। এই মুহূর্তে দু'জনেই জি বাংলার দুই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। রুবেলকে দেখা যাচ্ছে 'তুই আমার হিরো'তে। অন্যদিকে, শ্বেতাকে দর্শক দেখছেন 'কোন গোপনে মন ভেসেছে'তে। 

 


তবে শ্বেতার সঙ্গে বিয়ের তিন মাস ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল। যদিও রিয়েল নয়, রিল‌ লাইফে আরও একবার গাঁটছড়া বাঁধছেন অভিনেতা। 'তুই আমার হিরো'র ঘোর বিপাকে পড়েছে শাক্য। প্রচুর টাকা ক্ষতি হয়েছে তার ছবির। মুখ পুড়েছে বিনোদন জগতে। তাই বাড়ির লোকের ঘুম উড়েছে। 

 


তাই পরিস্থিতি সামাল দিতে উপায় বাতলান শাক্যর ঠাম্মি। বলেন, সুপারস্টার শাক্যজিৎকে নাকি বিয়ে করতে হবে আরশির! পরিস্থিতির চাপে পড়ে কি বিয়েতে রাজি হবে তারা? কীভাবে আদায়-কাঁচকলায় সম্পর্ক বদলাবে ভালবাসায়? 

 


এই প্রশ্নই এতদিন ঘুরছিল দর্শকের মনে।‌ তবে এবার নতুন প্রোমো দেখে হাঁ হয়ে গিয়েছেন দর্শক মহল। সত্যিই বিয়ের পিঁড়িতে শাক্য-আরশি। বিয়েতে দু'জন রাজি হলেও বিয়ের সব নিয়ম মিথ্যে হবে বলে একে অপরকে প্রতিশ্রুতি দেয় তারা। সেই মতো সিঁদুরের জায়গায় আবির রাখা হয়। কিন্তু সেটা চোখ এড়ায় না শাক্যর বাবা ও ঠাম্মির। বিয়ে শুরুর আগেই আবির বদলে সেই জায়গায় ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর রেখে দেন তাঁরা। অজান্তেই বিয়ে হয়ে যাবে শাক্য-আরশির? শেষমেশ কী পরিণতি হবে তাদের সম্পর্কের?