নিজস্ব সংবাদদাতা: সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম' শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় ও কথা চক্রবর্তী। এক অসমবয়সি প্রেমের গল্প নিয়ে শুরু হলেও ধীরে ধীরে 'রক্তিম-ডালি' একে অপরকে মন দিয়ে ফেলেন। 

 

 

 

কিন্তু তাঁদের মাঝে এসে হাজির তৃতীয় ব্যক্তি। রক্তিমের প্রাক্তন প্রেমিকার এখন ভাঙন ধরাচ্ছে তাদের সম্পর্কে। কিন্তু বরাবরের মতো এক হয়ে সব বিপদকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে রক্তিম-ডালি। একটু একটু করে কাছে আসছে দু'জন। কিন্তু সুখ সহ্য হল না বেশিদিন। ফের সঙ্কটের মুখে নায়ক-নায়িকা। 

 

 

সম্প্রতি, চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে ডালি। ব্যাগপত্র নিয়ে রাস্তায় একপ্রকার ছুটছে সে। রাগে, দুঃখে দু'চোখ বেয়ে নেমে আসছে জল। অপমানের বোঝা বাড়তে বাড়তে ডালির সহ্যক্ষমতা অতিক্রম করেছে।‌ তার পিছু পিছু দৌড়ে আসছে রক্তিম। ডালিকে বহুবার ডাকলেও সাড়া দিচ্ছে না সে। এগিয়ে চলেছে নিজের মতো। 

 

 

 

এরপর জোরে চিৎকার করে রক্তিম জানায়, ডালি ছাড়া সে অসম্পূর্ণ। তাই ডালি না ফিরলে সেও কিছুতেই বাড়ি ফিরবে না। এর মধ্যেই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে আসে রক্তিমের দিকে। অ্যাক্সিডেন্ট হয় তার। এবার কী করবে ডালি? রাগের বশে কি সে চিরকালের মতো হারিয়ে ফেলবে রক্তিমকে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।