নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে টিআরপি তালিকায় বেশ ভাল ফল করছে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'। 'অনিকেত' আর 'শ্যামলী'র রসায়ন দারুণ পছন্দ করছেন দর্শক।
কিছুদিন আগেই বিপদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছে 'শ্যামলী'। তার প্রাণভিক্ষার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করে 'অনিকেত'। অবশেষে বিপদমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরে 'শ্যামলী'। কিন্তু আবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি সে।
'অরুনাভ'ই যে গুলি করেছিল 'শ্যামলী'কে তা বুঝে যায় 'মন্দার। তাই তার বিরুদ্ধে পরিকল্পনা করতে থাকে 'অরুনাভ' আর 'অহনা'। অনিকেতকে দিয়ে 'মন্দার'কে পুলিশের হাতে তুলে দেয় তারা।
আসলে 'শ্যামলী'কে 'অনিকেত' নিজের হাতে খাইয়ে দেয় যা একেবারে সহ্য করতে পারে না 'অহনা'। সে তখন নতুন চাল চালে। 'অরুনাভ' বলে, "শ্যামলীকে জব্দ করতে হলে আমাদের আগে মন্দারকে সরাতে হবে।"এরপরের দিন দেখা যায় বাড়িতে পুজো হচ্ছে আর সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। আর সকলের সামনে 'মন্দার'কে পুলিশের হাতে তুলে দেয় 'অনিকেত'।
'অনিকেত'-এর এই কাজে অবাক হয়ে যায় 'শ্যামলী'। সে জেরা করতে শুরু করে 'অনিকেত'কে। তার সন্দেহ গিয়ে পড়ে 'অরুনাভ' আর 'অহনা'র উপরেই। তারপর পুলিশের হাত থেকে 'মন্দার'কে বাঁচায় 'শ্যামলী'। এদিকে 'মন্দার'কে নিয়ে 'শ্যামলী'র এতবেশি চিন্তার জন্য 'অনিকেত' ভুল বোঝে তাকে। এবার কী হবে? কাছে এসেও আবারও ভুল বুঝে দূরে সরে যাবে 'অনিকেত'-'শ্যামলী'? উত্তর মিলবে 'কোন গোপনে মন ভেসেছে'র আগামী পর্বে।
কিছুদিন আগেই বিপদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছে 'শ্যামলী'। তার প্রাণভিক্ষার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করে 'অনিকেত'। অবশেষে বিপদমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরে 'শ্যামলী'। কিন্তু আবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি সে।
'অরুনাভ'ই যে গুলি করেছিল 'শ্যামলী'কে তা বুঝে যায় 'মন্দার। তাই তার বিরুদ্ধে পরিকল্পনা করতে থাকে 'অরুনাভ' আর 'অহনা'। অনিকেতকে দিয়ে 'মন্দার'কে পুলিশের হাতে তুলে দেয় তারা।
আসলে 'শ্যামলী'কে 'অনিকেত' নিজের হাতে খাইয়ে দেয় যা একেবারে সহ্য করতে পারে না 'অহনা'। সে তখন নতুন চাল চালে। 'অরুনাভ' বলে, "শ্যামলীকে জব্দ করতে হলে আমাদের আগে মন্দারকে সরাতে হবে।"এরপরের দিন দেখা যায় বাড়িতে পুজো হচ্ছে আর সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। আর সকলের সামনে 'মন্দার'কে পুলিশের হাতে তুলে দেয় 'অনিকেত'।
'অনিকেত'-এর এই কাজে অবাক হয়ে যায় 'শ্যামলী'। সে জেরা করতে শুরু করে 'অনিকেত'কে। তার সন্দেহ গিয়ে পড়ে 'অরুনাভ' আর 'অহনা'র উপরেই। তারপর পুলিশের হাত থেকে 'মন্দার'কে বাঁচায় 'শ্যামলী'। এদিকে 'মন্দার'কে নিয়ে 'শ্যামলী'র এতবেশি চিন্তার জন্য 'অনিকেত' ভুল বোঝে তাকে। এবার কী হবে? কাছে এসেও আবারও ভুল বুঝে দূরে সরে যাবে 'অনিকেত'-'শ্যামলী'? উত্তর মিলবে 'কোন গোপনে মন ভেসেছে'র আগামী পর্বে।
