ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছেন বহু তারকা। সেই প্রেম পরিণতিও পেয়েছে কারওর ক্ষেত্রে। কারওর ক্ষেত্রে আবার মন ভেঙেছে! টলিপাড়ার অন্দরের খবর, একসঙ্গে প্রথমবার জুটি বেঁধেই একে অপরকে নাকি মন দিয়েছেন স্টার জলসার 'গৃহপ্রবেশ' ধারাবাহিকের নায়ক-নায়িকা।
এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী ঊষসী রায়। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়কে। এই প্রথমবার জুটি হিসেবে পর্দায় দেখা যাচ্ছে তাঁদের। তবে পর্দার বাইরেও মাঝেমধ্যেই দেখা যাচ্ছে এই দুই নায়ক-নায়িকা। কখনও একসঙ্গে একই জায়গায় ছুটি কাটাচ্ছেন, কখনও আবার একান্তে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন।

সমাজমাধ্যমে যদিও আলাদা ছবি ভাগ করলেও নেটিজেনদের নজর যে কিছুতেই এড়ানো যায় না! একই জায়গা থেকে দু'জনের আলাদা ছবি একই সময়ে পোস্ট হতেই দুয়ে দুয়ে চার করেছেন সুস্মিত ও উষসীর অনুরাগীরা। তবে কি সত্যিই প্রেম করছেন তাঁরা? এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল ঊষসীর জন্মদিনে। ফ্লোরে ঊষসীর জন্য কেকের ব্যবস্থা করা হয়েছিল। কেক কাটার পরে পাশে অনেকে থাকলেও ঊষসীর দু'চোখ ঠিক খুঁজে নেয় সুস্মিতকেই। নায়িকার জন্মদিনে নায়কের মিষ্টি শুভেচ্ছাও নজর কাড়ে নেটিজেনদের।

পুজোর কটা দিন সিরিয়ালের শুটিং থেকে মুক্তি পান নায়ক-নায়িকারা। আর এই সময় তাঁদের হাতে থাকে অঢেল সময়। কিছুদিন আগেই শুটিং থেকে ছুটি পেতেই সি বিচে ভ্যাকেশন কাটাতে চলে গিয়েছিলেন ঊষসী। আর সেখান থেকেই বেশ কয়েকটি ছবি ভাগ করেছেন পর্দার 'শুভ'। সেখানে ঊষসীকে দেখা গিয়েছে কখনও ডাব খেতে আবার কখনও বা সি বিচের সৌন্দর্য উপভোগ করতে। অপরদিকে, সুস্মিতও ভ্যাকেশনে গিয়েছিলেন সমুদ্র সৈকতেই। সেখান থেকে বেশ কয়েকটি ছবিও ভাগ করেছিলেন তিনি। ঊষসী ও সুস্মিতের সেই ছবি দেখে একই জায়গা মনে হলেও দুজনের কেউই কোথায় ঘুরতে গিয়েছিলেন তা বলেননি। এখন ঊষসী-সুস্মিতের প্রেমের গুঞ্জন টলিপাড়া মূখর হলেও 'স্পিকটি নট' দুই তারকা।
আরও পড়ুন: রোদে পুড়ে গায়ে ফেলেছেন ট্যান, শিখেছেন আঞ্চলিক ভাষা! বড়পর্দায় কোন রূপে ফিরছেন পারিজাত চৌধুরী?
প্রসঙ্গত, 'গৃহপ্রবেশ'-এর গল্পে আদৃত ও শুভর জীবনের নানা টানাপোড়েন ফুটে ওঠে রোজ। নদীয়ার মেয়ে শুভলক্ষ্মী একবার সাহস করে পাড়ি দিয়েছিল নিউইয়র্কে। সেখানে গিয়ে আদৃতের পরিবারের অংশ হয়ে ওঠে সে। ধীরে ধীরে আদৃতের ভাল লেগে যায় শুভকে। নিজের বিয়ে ভেঙে শুভকেই বিয়ে করে সে। এরপর থেকে বহু ঝড় ঝাপটা পেরিয়ে আদৃত-শুভর পরিবার এখন কলকাতায় এসেছে। এখানে এসেও শান্তি নেই! বিপদ সব সময় যেন তাড়া করে বেড়ায় তাদের। কিন্তু যাই হয়ে যাক না কেন, আদৃতের থেকে শুভলক্ষ্মীকে আলাদা করতে পারে না কেউ। পর্দার এই প্রেম যে বাস্তবেও পরিণতি পাচ্ছে ধীরে ধীরে, তা আর বুঝতে বাকি নেই অনুরাগীদের।
