সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

 

মেয়ের কী নাম রাখলেন বরুণ-নাতাশা?

 

গত জুন মাসে কন্যা সন্তানের জন্ম দেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। একরত্তির বয়স এখন পাঁচ মাস। এর মাঝেই মেয়েকে নিয়ে সুখবর দিলেন বাবা বরুণ। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৬'-র মঞ্চে অমিতাভ বচ্চনের সামনেই মেয়ের নাম প্রকাশ্যে আনলেন অভিনেতা। তিনি জানান, তাঁরা একরত্তির নাম রেখেছেন 'লারা'। প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী লারা দত্তের নামের সঙ্গে সংযোগ খুঁজছেন তাই নেটিজেনরা। 

 

 

সারার নতুন প্রেমিক কে?

 

 

বছরে একবার অন্তত কেদারনাথ দর্শন করেন বলি অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি সারার কেদারনাথ সফরের সঙ্গী ছিলেন অর্জুন প্রতাপ বাজওয়া। যিনি মডেল হিসাবে কেরিয়ার শুরু করলেও বর্তমানে রাজনীতিতেও নাম লিখিয়েছেন। দু'জনের একসঙ্গে ছবি দেখা না গেলেও, একই জায়গা থেকে দু'জনকে আলাদা ছবি ভাগ করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই থেকেই নেট পাড়ায় জোর গুঞ্জন, তবে কি প্রেম করছেন সারা-অর্জুন? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দু'জনের কেউই।

 

বলি নায়িকাদের কী বললেন সামান্থা?

 

৭ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম 'অ্যামাজন প্রাইম'-এ মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান অভিনীত সিরিজ 'সিটাডেল: হানি বানি'। এই সিরিজের প্রচারে এসে সামান্থা বলেন, "অ্যাকশন ছবি করতে খুব ভালবাসি। যে নায়িকারা অ্যাকশন ছবি বেছে নেন তাঁদের আরও বেশি ভালবাসি। এই তালিকায় রয়েছেন আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফের মতো তারকারা। ওঁদের কাজ সত্যিই প্রশংসনীয়।"