সংবাদ সংস্থা, মুম্বই: বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র। ৮২ বসন্ত পার করেও তরুণ প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন। বেশ কিছুদিন ধরে তাঁর অবসর নেওয়ার গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জন উস্কে দিয়েছে অমিতাভের সাম্প্রতিক পোস্ট। যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের 'শাহেনশাহ'র অনুরাগীরা।
অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, এখন তাঁর চিত্রনাট্যের সংলাপ মনে রাখতে সমস্যা হয়। তাই গভীর রাতে পরিচালকদের ফোন করেন এবং দৃশ্যগুলো আরও ভালভাবে সম্পাদনা করার জন্য দ্বিতীয় সুযোগও চান তিনি। অভিনেতার কথায়, "কাজের জন্য প্রচুর মিটিং করতে হয়। কোনটা মানব আর কোনটা প্রত্যাখ্যান করব তা চ্যালেঞ্জিং। আমি যে কাজ পাচ্ছি, তার প্রতি কি সুবিচার করতে পারব? এরপর কী হবে? সবটাই অজানা।"
শুধু তাই নয় অমিতাভের আরও সংযোজন, "অভিনয়ের জন্য শুধু সংলাপ মনে রাখাই যথেষ্ট নয়। আরও বেশ কিছু বিষয় মনে রাখতে হয়। বাড়িতে ফিরে বুঝতে পারি যে কতগুলো ভুল হয়েছে এবং কীভাবে সেগুলো ঠিক করতে হবে। পরিচালকের কাছে মধ্যরাতে ফোন করে আরও একবার সংশোধনের সুযোগও চেয়েছি বহুবার।"
প্রসঙ্গত, কয়েকদিন আগে অমিতাভের আরও একটি পোস্ট ঘিরেও জল্পনা শুরু হয়েছিল। তিনটি শব্দে বিগ বি লিখেছিলেন, 'বিদায় নেওয়ার সময় এসেছে।' আর সেই এই পোস্টের ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই সমাজ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। তবে কি এবার ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেবেন তিনি? একের পর এক কৌতূহলী প্রশ্ন উড়ে আসে। যদিও আসল মানে খোলসা করেন খোজ বিগ বি। বর্ষীয়ান অভিনেতার কথায়, 'কৌন বনেগা ক্রোড়পতি'র রিয়্যালিটি শো থেকে বাড়ি ফিরতে তাঁর মাঝরাত হয়। তাই দিনের সব কাজ সামলে অবশেষে বিশ্রাম নেওয়ার আগে তিনি ওই পোস্টটি করেছিলেন।
অস্ত্রোপচার, অসুস্থতা কিংবা জীবনে যে কোনও প্রতিকূলতাই আসুক না কেন, কোনও কিছুই অমিতাভ বচ্চনকে দমিয়ে রাখতে পারেনি। আজও শুটিং ফ্লোরে তিনি সকলের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে বেড়ান। তাঁর কাজের এনার্জি হার মানাবে অনেক তরুণ অভিনেতাকে। তাই তাঁর বিদায় নেওয়ার ইঙ্গিত শুনে যে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়বে তা বলাই বাহুল্য!
