সংবাদসংস্থা মুম্বই: বেশ কিছুবছর প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন সিদ্ধার্থ রায় কাপুর আর বিদ্যা বালান। ১৩ বছর হতে চলল তাঁদের বিবাহিত সম্পর্কের। দু'জনেই বলিউডের পরিচিত মুখ। কিন্তু আজও ভাড়া বাড়িতে থাকেন এই জুটি। 

 

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, তিনি বিশ্বাস করেন যে মনের মতো বাড়ি খুঁজে পাওয়া দুস্কর। তাঁর কথায়, "মনে আছে বছর ১৫ আগে আমি আর মা নিজেদের জন্য একটা বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম। সেইসময় চেয়েছিলাম বান্দ্রা বা জুহুতে থাকব। কারণ এতে আমার কাজ করতে সুবিধে হবে। চেম্বুর পর্যন্ত যাতায়াতে অনেক সময় চলে যেত।"

 

 

 

তিনি বলেন, "এরপর আমরা অনেক জায়গায় বাড়ি দেখতে শুরু করি। যা পছন্দ হচ্ছিল, সবই বাজেটের বাইরে চলে যাচ্ছিল। শেষে খবর পাই, একটি বহুতলে মাত্র ১টি ফ্ল্যাট খালি আছে। ওটাও আমার সাধ্যের বাইরে। তবে মা বলেছিলেন, আরও বেশি কাজ করে ফ্ল্যাটটি কিনে নিতে। কিন্তু সেই সময় তা পারিনি।"

 

 

 

অভিনেত্রী আরও বলেন, "আমি আর সিদ্ধার্থ ২৫টি বাড়ি ঘুরে দেখেও কোনও বাড়ির ব্যাপারে একমত হতে পারিনি। তাই এখনও পর্যন্ত ভাড়া বাড়িতেই থাকি আমরা।" 

 

 

প্রসঙ্গত, আগামীতে বিদ্যাকে দেখা যাবে 'ভুল ভুলাইয়া ৩'-এ। মুক্তি পেয়েছে ছবির টিজার। গা ছমছমে গল্পে আবারও পর্দায় 'মঞ্জুলিকা' হয়ে ফিরছেন বিদ্যা।