জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা সম্প্রতি এক সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সোমবার সন্ধ্যায় তেলঙ্গানার জগুলম্বা গাদওয়াল জেলার উনডাবল্লির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতা নিজেই পরে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট 'এক্স'-এ (আগের টুইটার) পোস্ট করে অনুরাগীদেরকে আশ্বস্ত করেছেন এবং নিজের শারীরিক অবস্থা জানিয়েছেন।
জানা গিয়েছে, হায়দ্রাবাদ ফেরার পথে অভিনেতার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সূত্রে খবর, বিকেল তিনটে নাগাদ যখন বিজয় দেবরকোন্ডার গাড়িটি যাচ্ছিল, ঠিক সেই সময় সামনে থাকা একটি গাড়ি হঠাৎ করেই ডানদিকে মোড় নেয়। এর ফলে বিজয়ের গাড়ির বাঁ দিকের অংশে সেই গাড়িটির ধাক্কা লাগে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও সৌভাগ্যবশত বিজয় দেবেরকোন্ডা অক্ষত আছেন। গাড়িতে তিনি ছাড়াও আরও দু'জন ছিলেন এবং তাঁরাও সুরক্ষিত। পুলিশের মতে, আকস্মিক মোড় নেওয়ার কারণেই এই সংঘর্ষ হয় এবং বিজয়ের গাড়িতে সামান্য ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পরপরই অভিনেতা অন্য একটি গাড়িতে করে গন্তব্যের দিকে রওনা হন এবং তাঁর টিম ইন্স্যুরেন্সের জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অগণিত অনুরাগী চিন্তিত হয়ে পড়েন। এরপরেই অভিনেতা নিজের 'এক্স' অ্যাকাউন্টে একটি পোস্টে সমস্ত জল্পনার অবসান ঘটান। তিনি লেখেন, 'সব ঠিক আছে। গাড়ির একটু ক্ষতি হয়েছে, কিন্তু আমরা সবাই ঠিক আছি। বাড়ি ফিরে ওয়ার্কআউটও করেছি, এই মাত্র ফিরলাম। মাথাটা একটু ধরে আছে, তবে বিরিয়ানি খেলে আর ভাল করে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তাই আপনাদের সবার জন্য রইল অনেক ভালবাসা। খবরটা নিয়ে বেশি চিন্তা করো না।'
অভিনেতার এই পোস্টটি তাঁর অনুরাগীদের মনে স্বস্তি এনেছে। উল্লেখ্য, দুর্ঘটনার একদিন আগেই সপরিবারে শ্রী সত্য সাই বাবার প্রশান্তি নিলায়ম আশ্রমে গিয়েছিলেন বিজয় দেবেরকোন্ডা। আরও একটা বিষয় অনুরাগীরা লক্ষ্য করেছেন, এই খবরটি সেই সময়েই এল, যখন সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মন্দান্নার সাথে বিজয়ের বাগদান নিয়েও জল্পনা চলছে।

যদিও বিজয়-রশ্মিকার বাগদানের খবরটি আনুষ্ঠানিকভাবে তারকাদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি, তবুও এই গুঞ্জন শুরু হওয়ার পরপরই বিজয়কে প্রথমবার জনসমক্ষে দেখা যায়। তিনি তাঁর পরিবারের সাথে শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে সাধারণ টি-শার্ট এবং চোখে সানগ্লাস পরিহিত সুদর্শন বিজয়কে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পুষ্পস্তবক দিয়ে। কিন্তু ভক্তদের তীক্ষ্ণ নজর এড়ায়নি তাঁর ডান হাতের অনামিকায় শোভা পাওয়া বাগদানের আংটিটি। এই আংটি যেন নীরব অথচ শক্তিশালী এক ঘোষণার প্রতীক হয়ে ওঠে। অতি উৎসুক অনুরাগীরা তৎক্ষণাৎ আংটিটি লক্ষ্য করেন এবং নিশ্চিত হন যে বাগদানের খবরটি গুজব নয়।
