সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের হট ব্যাচেলরদের তালিকায় এখন অন্যতম নাম অভিনেতা বিজয় ভার্মা। একদিকে দুর্দান্ত অভিনয়, অন্যদিকে ঝলমলে ব্যক্তিগত জীবন—এই দুইয়ের মিশেলেই বিজয় এখন ট্রেন্ডিং। তমন্না ভাটিয়ার সঙ্গে দীর্ঘ প্রেমপর্বে থাকার পর সদ্য সেই সম্পর্ক ছিন্ন করেছেন বিজয়। আর তারপরেই নাকি দঙ্গল’ ছবি খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
সম্প্রতি, মুম্বইয়ের এক ক্যাফেতে ফতিমা ও বিজয়কে একসঙ্গে দেখা যায়। ক্যাজুয়াল পোশাকে, প্রাণখোলা হাসি আর এক উষ্ণ আলিঙ্গনের মধ্য দিয়ে বিদায় নেওয়া—এই মুহূর্তগুলোই নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দেয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁদের ছবি, আর তারপরই প্রেমের গুঞ্জন ছড়াতে থাকে ইন্ডাস্ট্রিজুড়ে। ফতিমা ছিলেন কালো স্লিভলেস টপ আর ডেনিম জিনসে, খোলা চুলে। অন্যদিকে বিজয় পরেছিলেন হোয়াইট শার্ট, ব্ল্যাক জিনস আর কাঁধে একটা সাইড ব্যাগ, সঙ্গে কালো শেডস।
তবে তাঁদের রসায়নের কারণ শুধু ক্যাফে নয়। জানা যাচ্ছে, মনীশ মালহোত্রার প্রযোজনায় ‘গুস্তাখ ইশ্ক’ ছবিতে একসঙ্গে দেখা যাবে বিজয় ও ফতিমাকে। আগে যার নাম ছিল ‘উল-জলুল ইশ্ক’। তবে বাস্তব জীবনেও কি এই প্রেমের গল্প সত্যি হতে চলেছে? উত্তর পেতে হলে আরেকটু অপেক্ষা।
প্রসঙ্গত, দীর্ঘ দু’বছরের সম্পর্কে ছিলেন বিজয় ও তমান্না। ‘লাস্ট স্টোরিজ ২’-এর সেটেই আলাপ থেকে প্রেম। একসময় তাঁদের রোম্যান্স ছিল বলিউডের অন্যতম আলোচ্য বিষয়। তবে ২০২৫ সালের মার্চে সম্পর্কের ইতি টানেন তাঁরা। সূত্র বলছে — তামান্না যেখানে চেয়েছিলেন ‘স্থায়ী কিছু’, সেখানে বিজয় নাকি আরও কিছু সময় নিজেকে কেরিয়ারের দিকে ফোকাস করতে চেয়েছিলেন।
বিজয়-ফতিমার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়র পরেই নেটিজেনরা বলছেন.– “ও তো কখনই তমন্নাকে সিরিয়াসলি নেননি!”, “ফতিমার উচিত এখন কেরিয়ারে মন দেওয়া, প্রেম নয়!”, “অসুখী সম্পর্কে থাকার চেয়ে ব্রেকআপ করাই ভাল।”
তমান্নার সঙ্গে গুডবাই, ফতিমার সঙ্গে নতুন শুরু? নাকি শুধুই সিনেমার প্রচারের আগাম হাইপ? বলিউডে প্রেম আর গুঞ্জন — কোনওটাই চুপিচুপি থাকে না। এখন দেখার, ‘গুস্তাখ ইশ্ক’-এর রিল রোম্যান্স রিয়েল লাইফে সত্যি হয় কি না।
