সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
হুমকির মুখে বিক্রান্ত!
'দ্য সবরমতি রিপোর্ট'-এর প্রচারে ব্যস্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কিন্তু এর মাঝেই আসছে লাগাতার হুমকি! মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, "আমি ক্রমাগত হুমকি পাচ্ছি। আমার সোশ্যাল মিডিয়ায় অনেক হুমকিমূলক বার্তা আসছে। আগে কখনও এই বিষয়টি প্রকাশ করতে চাইনি, কারণ কেউ আমাকে সরাসরি কিছু বলেনি। তবে বলতে চাই, আমরা শিল্পী এবং আমরা গল্প বলি। আমি কী ভাবি এবং কী বলি সেদিকে মনোযোগ দিই না।"
অর্জুনের মানসিক স্বাস্থ্যের অবনতি!
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অর্জুন কাপুর। তিনি বলেন, "গত এক বছর ধরে মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছিলাম। রাতে ঘুম আসত না। সারারাত ফোনে রিল দেখে কাটাতাম। সিনেমা দেখতে এত ভালবাসি, তাও সিনেমা দেখার ইচ্ছে পর্যন্ত চলে গিয়েছিল। মনোবিদের পরামর্শ মতো চললেও কোথাও যেন খামতি থেকে যাচ্ছিল। এরপর ফের সহ অভিনেতাদের ছবি দেখতে শুরু করলাম। তখন মনে হল সুস্থভাবে বাঁচার জন্য নিজেকে একটা সুযোগ দিতেই হবে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছি।"
জুটিতে সিদ্ধার্থ-সারা?
'পঞ্চায়েত' খ্যাত পরিচালক দীপক মিশ্রের আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও সারা আলি খান। এমনটাই শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। ছবিটি এক গ্রামীণ প্রথা, সরল প্রেমের উপর তৈরি হতে চলেছে। যদিও এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৫-এ শুটিং শুরু হতে পারে ছবির।
মেয়ের কী নাম রাখলেন আলি-রিচা?
মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আলি ফজল জানান, তাঁরা মেয়ের নাম রেখেছেন জুনেরা ইদা ফজল। আলি বলেন, "একটা শিশুর জন্ম কীভাবে যে আপনার জীবনের শূন্যতাগুলি পূরণ করে দেয় তা হয়ত আপনি নিজেও জানেন না। এই বিষয়টিই আমাকে আরও বিস্মত করে। মেয়ে আসার পর এখন কাজ করাটাই খুব কঠিন। আমি যখন বাড়ি ছেড়ে বের হই তখন গুরুতর উদ্বেগ নিয়ে যাই। আর বাড়ি ফিরে আমি শুধু এখন মেয়ে জুনেরাকেই দেখতে চাই।"
