সংবাদসংস্থা মুম্বই: বলিউড, হলিউডে এমন অনেক তারকারা আছেন, যাঁদের নামের সঙ্গে জুড়েছে যৌনপল্লীর নাম। পতিতালয় ছিল এক সময় তাঁদের রোজকারের মাধ্যম। তারপর সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে অভিনয় জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন বহু তারকা। তবে এবার উঠে এল জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের অতীতের কাহিনি। 

 

 

অসমিয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান, যিনি কিনা বেবিডল আর্চি নামেও পরিচিত, তিনি মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে ছবি ভাগ  করে খবরের শিরোনামে রয়েছেন। জনপ্রিয় পর্নস্টার কেন্ড্রা লাস্ট-এর সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

 

 

সম্প্রতি, অর্চিতা ইনস্টাগ্রামে কেন্ড্রা লাস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “প্রথমবার কেন্ড্রার সঙ্গে দেখা হওয়া এক অভিজ্ঞতা! ওর আত্মবিশ্বাস, পেশাদারিত্ব, সাফল্য দেখে আমি মুগ্ধ। ওর কাছ থেকে শেখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”

 

 

এখান থেকেই জল্পনার সূত্রপাত‌। নেটপাড়ায় অর্চিতার এই পোস্ট ছড়িয়ে পড়তেই, গুঞ্জন উঠেছে, তবে তিনিও কি দুষ্টু ছবির জগতে পা রাখছেন? তবে এসবের মাঝেই উঠে এল অর্চিতার অতীতের কাহিনি। জানা যায়, যৌনপল্লীতে ছ'বছর কাটিয়েছিলেন তিনি। 

 

 

এক সাক্ষাৎকারে অসমিয়া ইনফ্লুয়েন্সার তাঁর অস্থির অতীত সম্পর্কে মুখ খুলেছিলেন। যেখানে তিনি বলেন যে তিনি একসময় 'পতিতাবৃত্তির মতো অন্ধকার জগতের' অংশ ছিলেন। পতিতাবৃত্তির অতীত নিয়ে ফুকান জানিয়েছেন যে ছয় বছর ধরে তাঁকে পতিতা হিসাবে কাজ করতে বাধ্য করা হয়েছিল। ২৫ লক্ষ টাকা দিয়ে তবেই তিনি মুক্তি পেয়েছেন। যদিও তাঁকে সেই টাকা দিয়ে কে বা কারা উদ্ধার করেন, তা এখনও পর্যন্ত গোপনেই রেখেছেন অর্চিতা।