সংবাদ সংস্থা মুম্বই: মালাইকার জীবনে এসেছে নতুন পুরুষ? কানাঘুষো শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি মুম্বইয়ে ইন্দো-ক্যানাডিয়ান শিল্পী এপি ঢিলোঁর সঙ্গীতানুষ্ঠানে মঞ্চের উপর যখন মালাইকা উঠেছিলেন তখন নীচে তাঁর ব্যাগ ঠিক করছিলেন এই যুবক। সে দিনের অনুষ্ঠানে মালাইকার সঙ্গে ছায়ার মতো ছিলেন ওই পুরুষ। অনুষ্ঠানের শেষে মালাইকার সঙ্গে তাঁর ছবিও দেখা যায়। মালাইকাও সমাজমাধ্যমে রাহুলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার একটি ছবি পোস্ট করেন।
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই ছবি। শুরু হয়েছে জল্পনা। কে তিনি? জানা গিয়েছে, ওই ব্যক্তি হলেন রাহুল বিজয়। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে মালাইকাকে একাধিক বার এই রাহুলের সঙ্গে দেখা গিয়েছে। ছয় বছর সম্পর্কে থাকার পর অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে মালাইকার। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হেঁয়ালি ভরা পোস্ট দিচ্ছেন মালাইকা। সম্প্রতি, মালাইকা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে এই দু'জনের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক বুড়বুড়ি কাটছে না। রাহুলের সঙ্গে মালাইকার পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর ছেলে আরহান খান। আরহানের স্টাইলিস্ট রাহুল। এবং বন্ধুও বটে। মালাইকা এখন নিজের 'সিঙ্গলহুড' দারুণ উপভোগ করছেন। সুতরাং এই জল্পনার মধ্যে বিন্দুমাত্র কোনও সত্যতা নেই।
